বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তৃণমূল সব আসনে ইতিমধ্যে প্রার্থী তালিকা ঘোষণা করেছে, বিজেপিও অর্ধেক তালিকা ঘোষণা করেছে। এবার বাম কংগ্রেস ISF এর দিকে সবাই তাকিয়ে। ইতিমধ্যে আলিমুদ্দিন সূত্রে কিছু অসমর্থত খবর প্রকাশ পাচ্ছে।

তাতে জানা যাচ্ছে, দুই ছাত্র মুখ সৃজন ভট্টাচার্য ও দীপ্সিতা ধরকে প্রার্থী করতে পারে বাম শরিক সিপিএম। অন্যদিকে গোটা রাজ্যের নির্বাচনী প্রচারে মীনাক্ষী মুখোপাধ্যায়কে রাখতে চায় আলিমুদ্দিন। মীনাক্ষী হয়ে উঠতে চেলেছে সিপিএমের প্রচারের প্রধান মুখ। খবর, যাদবপুর কেন্দ্রে প্রার্থী করা হতে পারে সৃজনকে। দীপ্সিতা পেতে পারেন হুগলি কিংবা হাওড়া। আবার এমনও হতে পারে কোনও মহিলা সংরক্ষিত আসনে মুখ করা হতে পারে দীপ্সিতাকে। এর আগে পুরভোট হোক বা বিধানসভা ভোট, সিপিএমের ‘ইয়ং ব্রিগেড’কে মাঠে নামানো হয়েছিল। ভোটে লড়েছিল তরুণ মুখ। লোকসভা ভোটেও সে পথেই হাঁটার পরিকল্পনা বলে খবর।

সূত্রের খবর, ইতিমধ্যেই বামেদের সঙ্গে জোট নিয়ে সবুজ সঙ্কেত দিয়েছে কংগ্রেস হাইকমান্ড। অন্যদিকে কংগ্রেস ও আইএসএফের সঙ্গে জোটের ছাড়পত্র দিয়েছে পলিটব্যুরো। ভোটে বামেরা যে খুব বেশি প্রভাব বিস্তার করতে পারবে তা হয় তো নয়, কিন্তু বামেরা চিরকাল রাজনীতির লোকদেরই প্রার্থী করেন। তারা টলি বা বলিউডে বিশেষ যাওয়া পছন্দ করে না। আর বাম দলের প্রার্থীর অন্যতম শর্ত হলো নিস্কলুষ মুখকে সামনে নিয়ে আসা। এখনো দেখার ভোটে এর কতটা প্রভাব পরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *