বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: মোদী সরকার আজ রাতেই সিএএ লাগু করতে পারে। এমনই জল্পনা শুরু হয়েছে। আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী মোদী। তার আগে রীতিমতো মোদী সরকারকে হুঁশিয়ারি দিলেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।
তিনি সরাসরি মোদী সরকারকে নিশানা করে বলেছেন, পরিকল্পিত ভাবে ভোটের আগে সিএএ চালু করতে চাইছে মোদী সরকার। এতোদিন চালু করা হল ঠিক ভোটের আগেই বা কেন চালু করার তোরজোর শুরু হয়ে গেল তা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। রমজান মাস শুরু হওয়ার ঠিক আগে পরিকল্পনা করেই মোদী সরকার এই কাজ করছে বলেও প্রকাশ্যে অভিযোগ করেছেন মমতা।
আজ রাতেই সিএএ লাগু করতে চলেছে মোদী সরকার এমনই খবর শোনা যাচ্ছে। সেকারণে আজ জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন তিনি। বঙ্গবিজেপির নেতারা অনেকদিন ধরেই সিএএ লাগু করা নিয়ে ইঙ্গিত দিয়ে আসছিলেন। সিএএ নিয়ে বড় চমক আছে বলে দাবি করেছিলেন তাঁরা। শেষ পর্যন্ত সেই সিএএ লাগু করতে চলেছেন মোদী সরকার। ভোটের আগে এক প্রকার মাস্টারস্ট্রোক দিতে চলেছে বিজেপি। আজ রাতে ই নাকি বিজ্ঞপ্তি দিয়ে সিএএ লাগু করা হবে। যদিও পুরোটাই সম্ভাবনা।
মোদী সরকারের এই পদক্ষেপ যে ভোটকে মাথায় রেখেই হতে চলেছে সেটা স্পষ্ট হয়ে গিয়েছে। তারপরেই তড়িঘড়ি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর কন্যায় সাংবাদিক বৈঠক করে তীব্র আক্রমণ শানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন পরিকল্পনা করেই এই ঘটনা ঘটানো হয়েছে। তিনি বার্তা দিয়েছেন, ঠিক চার বছর পরেই কেন সিএএ লাগু করার পরিকল্পনা করা হচ্ছে।
এই সিএএ লাঘু করার জন্যই কি আধার কার্ড বাতিল করা হচ্ছিল এই নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত কয়েক মাসে রাজ্যের একাধিক জায়গায় আধার কার্ড বাতিলের খবর প্রকাশ্যে আসতে শুরু করেছিল। সিএএ লাগুর সঙ্গে এই আধারকার্ডের লিঙ্কের সংযোগ রয়েছে বলে দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেত্রী। এই নিয়ে জোর জল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক মহলে।
এদিকে মতুয়া ভোটকে টার্গেট করেই মোদী সরকার এই সিএএ কার্যকর করেছে বলে অভিযোগ করা হয়েছে। ইতিমধ্যে মতুয়া মহাসমাজে উৎসব শুরু হয়ে গিয়েছে। দীর্ঘদিন ধরেই তাঁরা নাগরিকত্ব আইন জারির দাবি জানিয়ে আসছিলেন। গতবার অমিত শাহ এসে প্রতিশ্রুতি দিয়েছিলেন শীঘ্রই সিএএ লাগু করা হবে। শেষ পর্যন্ত ২০২৪-র লোকসভা ভোট ঘোষণার ঠিক আগের মুহূর্তেই এই সিএএ লাগু করা হয়ে গেল।
সিএএ লাগু হওয়ায় সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলায় এবং অসমে। অসমে আগে থেকেই নাগরিকত্ব আইন লাগু করা হয়েছে। তাতে বেশ ভাল প্রভাব পড়েছিল। এবার গোটা দেশে সিএএ লাগু হওয়ায় প্রভাব পড়বে বঙ্গেও। আগে থেকেই তাই রাজ্যে কেন্দ্রীয় বাহিনী পাঠিয়ে রেছেখে মোদী সরকার। পরিস্থিতি মোকাবিলার সব প্রস্তুতি সেরে রেখেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক।