বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ইউসুফ পাঠানকে তৃণমূল কংগ্রেস বহরমপুরে প্রার্থী করেছে। কোনওদিন এই আসনে জিততে পারেনি তৃণমূল। অধীর-গড়ে কি এবার ফুটবে ঘাসফুল? চর্চা তুঙ্গে।
ইউসুফ পাঠানের রাজনীতিতে যোগদান করাকে স্বাগত জানালেন সৌরভ গঙ্গোপাধ্যায়। যদিও পাঠানের চ্যালেঞ্জ কঠিন বলেই মন্তব্য করেছেন মহারাজ।
গৌতম গম্ভীর রাজনীতি থেকে সরে দাঁড়িয়েছেন। বিজেপি এখনও অবধি যতজন প্রার্থীর নাম ঘোষণা করেছে তাতে কোনও ক্রিকেটারের নাম নেই। যদিও তৃণমূল কংগ্রেস ভারতের বিশ্বকাপজয়ী দুই ক্রিকেটারকে প্রার্থী করেছে। বর্ধমান-দুর্গাপুর আসনে কীর্তি আজাদ, বহরমপুরে ইউসুফ পাঠান।
ইউসুফ পাঠান বরোদার বাসিন্দা। কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএল খেতাব জিতেছেন ২ বার। এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর আসনে পাঠানকে দাঁড় করিয়ে চমক দিয়েছে তৃণমূল। কংগ্রেস এখনও অধীরের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা না করলেও তিনিই দাঁড়াবেন।
১৯৯৯ সাল থেকে অধীর রঞ্জন চৌধুরী জিতে আসছেন বহরমপুর লোকসভা কেন্দ্র থেকে। সাম্প্রতিক বিধানসভা, পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে অবশ্য বহরমপুর লোকসভা কেন্দ্রের বিভিন্ন বিধানসভা ক্ষেত্রে সবুজ ঝড় দেখা গিয়েছে। গতবারের লোকসভা নির্বাচনে অধীরের জয়ের মার্জিনও অনেকটা কমাতে পেরেছিল তৃণমূল।
১৯৯৯ সালের লোকসভা ভোটে অধীর নিকটতম প্রতিদ্বন্দ্বী তথা তৎকালীন বিদায়ী সাংসদ আরএসপির প্রমথেশ মুখোপাধ্যায়কে হারিয়েছিলেন ৯৫,৩৯১ ভোটে। ২০০৪ সালে একই প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে জেতেন ৯৮,৯০১ ভোটে। ২০০৯ সালের লোকসভা ভোটে প্রমথেশ মুখোপাধ্যায়কেই ফের হারান ১,৮৬,৯৭৭ ভোটে।
২০১৪ সালের লোকসভা ভোটে অধীর ৩,৫৬,৫৬৭ ভোটে হারিয়ে দিয়েছিলেন তৃণমূলের ইন্দ্রনীল সেনকে। তবে ২০১৯ সালের লোকসভা নির্বাচনে জয়ের মার্জিন কমে হয়েছিল ৮০,৬৯৬। সেবার তৃণমূল প্রার্থী করেছিল অপূর্ব সরকার (ডেভিড)-কে। এবার প্রথমবার বহরমপুরে ঘাসফুল ফোটাতে তারকা প্রার্থীতে আস্থা রেখেছে তৃণমূল।
ইতিমধ্যেই ইউসুফ পাঠানকে বহিরাগত তকমা দিয়ে আক্রমণ শানিয়েছে কংগ্রেস। ইউসুফকে সম্মান দিতে চাইলে গুজরাতের কোনও আসন থেকে তাঁকে তৃণমূল দাঁড় করাতে পারতো, নিদেনপক্ষে রাজ্যসভায় পাঠাতে পারতো বলে মন্তব্য করেছেন অধীর। তৃণমূলের পাল্টা, অধীর চাপে পড়েই এ সব বলছেন।
যদিও রাজনৈতিক মহলের দাবি, ইউসুফের কাজ মোটেই সহজ হবে না। শক্ত পিচে খেলতে হবে আগ্রাসী অলরাউন্ডারকে। এখানে বিজেপি প্রার্থী করেছে জনপ্রিয় চিকিৎসক নির্মলকুমার সাহাকে। এই লোকসভা কেন্দ্রের সাতটি বিধানসভা ক্ষেত্রে ৬টি রয়েছে তৃণমূলের দখলে, একটিতে রয়েছে কংগ্রেস।