বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: লোকসভা ভোটের আগে মোদী সরকারের ‘মাস্টারস্ট্রেোক’। অবসান হতে চলেছে শরণার্থীদের দীর্ঘ প্রতীক্ষার। আজ সোমবারই দেশজুড়ে CAA বিজ্ঞপ্তিতে কার্যকর হয়ে গেল।

বড় ঘোষণা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সরকার। দীর্ঘ চার বছর ধরে সিএএ আইন কার্যকর করা নিয়ে আলোচনা চলছিল। অবশেষে সেই সংক্রান্ত আইন বিজ্ঞপ্তি জারি করা হল।

স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে রুলফ্রেম কীভাবে সেই বিষয়ে আরও একটি বিজ্ঞপ্তি জারি করা হবে বলে জানা গিয়েছে। যা খবর, কাল থেকেই সিএএ’তে আবেদন করা যাবে। বলে রাখা প্রয়োজন, দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর অর্থাৎ ২০১৯ সালে নাগরিকত্ব সংশোধনী বিল পাশ করিয়েছিল নরেন্দ্র মোদী সরকার।

আর সেই আইন অনুযায়ী, তিনটি দেশ অর্থাৎ বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের মতো মুসলিম ধর্মালম্বী দেশ থেকে যে সমস্ত সংখ্যালঘু মানুষ ভারতে আশ্রয় চান তাহলে তা ভারত দেবে। মুলত তিন দেশ থেকে ৩১ ডিসেম্বর ২০১৪ সালের আগে আসা সংখ্যালঘুক যেমন- হিন্দু, খ্রিস্টান, শিখ, জৈন, বৌদ্ধ এবং পার্সদের ভারতীয় নাগরিকত্ব দেওয়ার বিধান করা হয়েছে।

তবে নাগরিকত্ব দেওয়ার অধিকার থাকবে কেন্দ্রীয় সরকারের হাতে।লোকসভা এবং রাজ্যসভায় এই সংক্রান্ত বিল পাশ হয়। এবং তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ সিএএ বিলে অনুমোদন দেন। কিন্তু সিএএ কার্যকর করা নিয়ে কার্যত মোদী সরকার কোনও সাহস দেখায়নি।
লোকসভা ভোটের কয়েকমাস আগে থেকেই রাজ্য রাজনীতিতে ফের একবার সিএএ নিয়ে আলোচনা শুরু হয়। ভোটের মুখে নাগরিকত্ব আইন কার্যকর করা হবে বলে জানান কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এমনকি মতুয়া সম্প্রদায়ের অন্যতম সদস্য তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুরও সিএএ কার্যকর করা নিয়ে বড় বার্তা দেন। কিন্তু ভোটের দিন ঘোষণার দিন ক্রমশ এগিয়ে আসছিল। চলতি সপ্তাহের শেষেই সম্ভবত ভোটের দিন ঘোষণা করা হবে। আর তার আগেই কেন্দ্রের তরফে দেশজুড়ে সিএএ আইন কার্যকর করা হল।

ভোটের (Lok Sabha Election 2024) মুখে এহেন পদক্ষেপ কার্যত বিজেপি সরকারেরর মাস্টারস্ট্রোক বলেই দাবি করা হচ্ছে। যদিও ভোটের আগে পুরো বিষয়টিই মোদী সরকারের গিমিক বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কোথাও বৈষম্য থাকলে এই বিল বাংলায় কার্যকর হবে না বলেও দাবি করা হয়েছে। যদিও বিজেপির রাজ্যসভাপতি সুকান্ত মজুমদারের দাবি, উস্কানি দিচ্ছেন মুখ্যমন্ত্রী। ভুল বোঝানো হচ্ছে বলেও দাবি তাঁর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *