বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :”নেতাজী কেবীন” এই এক ডাকেই চেনে শিলিগুড়ি। সেই নেতাজী কেবীনের কর্নধার প্রনব বাগচির মেয়ে দেবলীনা বাগচি। যিনি ভারতবর্ষের বিখ্যাত আর্কিটেকট দের মধ্যে পৌছে যাবেন আর কিছুদিনের মধ্যেই। ব্যাঙ্গালোরে লার্সেন আন্ড টুব্রোতে কর্মরত দেবলীনা নিজে বর্তমানে শিলিগুড়িতে নিজস্ব অফিস খুলেছেন।
দেবলীনা নিজেও জানিয়েছেন নেতাজী কেবীন আমাদের গর্ব শিলিগুড়ির সব মানুষ চেনে নেতাজী কেবীনকে। আমি চাই দেবলীনা বাগচিকেও লোকে চিনুক। আমি শুধু অর্থ উপর্জনের জন্য এগোতে চাই না, মানুষের কাজ করে এগোতে চাই। সব চাইতে বড় কথা আমি কাজের মাধ্যমে বড় হতে চাই। আর এটাই আপাতত আমার লক্ষ্য। আমার বয়স এখন কম অনেক কিছু শেখার আছে, ভবিষ্যতের জন্য। দেবলীনা জানালেন আমি তৈরী করছি নিজেকে সেইভাবেই। যাতে “দেবলীনা বাগচি” বলে সবাই আমাকে চিনুক। বিখ্যাত বাবার সন্তান হিসাবে না থেকে নিজে কিছু করতে চান দেবলীনা। সম্প্রতি প্রাক্তন ভারতীয় ক্রিকেটার নয়ন মোঙ্গিয়া শিলিগুড়িতে এসেছিলেন। তার সাথে পরিচয় হয়েছে দেবলীনার। তার পর থেকে আমার মনে হয়েছে বিখ্যাত হতে হবে আমাকে। নিজের পরিচয় নিজেকেই তৈরী করতে হবে বলে জানালেন তিনি। আমার বাবা এবং মা সবসময় আমাকে উৎসাহ দিয়ে গেছেন। তাদের আর্শীবাদ আমার কাছে অনেক বড় পাওনা। জানালেন দেবলীনা। সে আরো জানিয়েছে আমি আরো দশজনকে নিয়ে চলতে চাই। যাতে তাদের ডাল ভাতের যোগান আমি দিতে পারি বলে জানালেন তিনি। দেখা যাক আমি কতখানি সফল হতে পারি। অবশ্য সেটা ভবিষ্যতই বলে দেবে বলে জানালেন তিনি।