বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :বিজেপির প্রথম প্রার্থী তালিকায় আসানসোলে নাম ছিল ভোজপুরী অভিনেতা পবন সিংয়ের। কিন্তু তাঁর বিরুদ্ধে বহিরাগত তকমা ছাড়াও মহিলাদের নিয়ে তাঁর অভিনয়ের ভিডিও নিয়ে সোশ্যাল মিডিয়ায় ঝাঁপিয়ে পড়ে তৃণমূল। কার্যত এর জেরে পরের দিনই পবন সিং জানান, তিনি প্রতিদ্বন্দ্বিতা করবেন না আসনসোল থেকে। এবার তৃণমূলের প্রার্থী তালিকায় নিয়ে পাল্টা অস্ত্র বিজেপি হাতে।

এদিন তৃণমূলের ৪২ জনের প্রার্থী তালিকা প্রকাশের পরে বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালবিয়া নিজের এক্স হ্যান্ডেলে এই প্রার্থী তালিকাকে ‘ড্যাম্প স্কুইব’ বলে বর্ণনা করেছেন। তৃণমূলের প্রার্থী তালিকায় সাত প্রাক্তন বিজেপি সদস্যকে অন্তর্ভুক্ত করা হয়েছে। শতাংশের নিরিখে যা ১৭ শতাংশ। যাঁদের মধ্যে কয়েকজনকে বিজেপি বাতিল করেছিল বলেও দাবি করেছেন তিনি।

অমিত মালবিয়া এদিন তৃণমূলের প্রার্থী তালিকায় বহিরাগত নিয়ে পাল্টা আক্রমণ শানিয়েছেন। সেখানে তিনি বলেছেন, তৃণমূলের তালিকা বহিরাগততে পূর্ণ। শত্রুঘ্ন সিনহা, কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান বহিরাগত। তিনি বলেছেন, তৃণমূলের বহরমপুরের প্রার্থী ইউসুফ পাঠান। বরোদা কি পশ্চিমবঙ্গ না গুজরাতে, প্রশ্ন করেছেন তিনি। তিনি কটাক্ষে বলেছেন, তৃণমূলের মাঠের জন্য মাটির ছেলেদের খুঁজে পায়নি। তৃণমূলের কি পর্যাপ্ত প্রার্থী নেই, সেই প্রশ্নও করেছেন তিনি।

অমিত মালবিয়া আবু তাহের খানের প্রার্থীপদ নিয়ে প্রশ্ন তুলেছেন। তাঁর এসইউভি একটি শিশুকে ধাক্কা মারে বলে অভিযোগ। পাশাপাশি তিনি তৃণমূলের প্রার্থী তালিকায় সংসদ থেকে বহিষ্কৃত মহুয়া মৈত্রের অন্তর্ভুক্তি নিয়েও প্রশ্ন তুলেছেন। তৃণমূল কি তুষ্টিকরণের রাজনীতি থেকে নিজেরে দূরে সরাতে চাইছে, সেই প্রশ্ন করেছেন তিনি। কেননা ২০১৯-এর নির্বাচনে তৃণমূলের প্রার্থী তালিকায় সাত সংখ্যালঘু থাকলেও, এবার রয়েছে ছয় জন।

অমিত মালভিয়া অপর একটি টুইটে শত্রুঘ্ন সিনহা অভিনীত একটি পুরনো সিনেমার অংশ শেয়ার করেছেন। সেখানে তিনি বলেছেন, তৃণমূল ধর্ষকদের দ্বারা পরিপূর্ণ, বাস্তবে শাহজাহান এবং রিল লাইফ উভয় ক্ষেত্রেই। তিনি কটাক্ষ করে বলেছেন, তৃণমূল নেত্রী এই কারণেই হয়ত আন্তর্জাতিক নারী দিবসের পদযাত্রায় শত্রুঘ্ন সিনহাকে যোগ দিতে বলেননি।

প্রসঙ্গত এদিন তৃণমূল কংগ্রেস পশ্চিমবঙ্গের ৪২ টি আসনে প্রার্থী তালিকা প্রকাশ করেছে। সেখানে আট বর্তমান সাংসদকে বাদ দেওয়া হয়েছে এবং কীর্তি আজাদ, ইউসুপ পাঠান, রচনা বন্দ্যোপাধ্যায়ের মতো বেশ কয়েকটি নতুন মুখ এলেছে। তৃণমূলের প্রার্থী তালিকায় এবার মহিলার সংখ্যা বারো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *