বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক :রবিবার লোকসভা ভোটের জন্য ৪২টি কেন্দ্রেই প্রার্থীর নাম ঘোষণা করে দিল তৃণমূল। বঙ্গের শাসক দলের প্রার্থী তালিকায় একাধিক তারকা মুখ। ২০০৯ সাল থেকেই লোকসভা হোত বা বিধানসভা, ভোট এলেই একাধিক আসনে তৃণমূল প্রার্থী করে রুপোলি জগত থেকে খেলার মাঠের তারকাদের।

ব্যতিক্রম হল না ২০২৪ সালেজর লোকসভা ভোটেও। দেব, কীর্তি আজাদ থেকে ইউসুফ পাঠান, জুন মালিয়া, রচনা বন্দ্যোপাধ্যায় তালিকায় একাধিক নাম।

তৃণমূলের বড় চমক অবশ্যই অধীর গড় বলে পরিচিত বহরমপুরে প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠানকে প্রার্থী করা। রাজনীতির লড়াইয়ে একেবারেইউ নবীন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। কিন্তু নাম ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই বাংলার পার্লসটা বুঝে গিয়েছেন কেকেআরের প্রাক্তনী। তাই ইংরেজি নয় সমাজ মাধ্যমে নিজের মনের কথা তুলে ধরলেন পাঠান।

পাঠান লিখেছেন, ‘আমি চিরকালের জন্য শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে।কৃতজ্ঞ, যিনি আমাকে তৃণমূল কংগ্রেস পরিবারে স্বাগত জানিয়েছেন এবং সংসদে জনগণের কণ্ঠস্বর হওয়ার দায়িত্বে আমার প্রতি বিশ্বাস রেখেছেন। জনগণের প্রতিনিধি হিসেবে, দরিদ্র ও বঞ্চিতদের উন্নতি সাধন আমাদের কর্তব্য, এবং আমি আশা করি সেটা অর্জন করতে পারব।’
বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে প্রার্থী কীর্তি আজাদ একটি বাংলা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলেন, আমার কাছে দুর্গাপুর নতুন কোনও জায়গা নয়। এরআগে কর্মসূত্রে আমি দুর্গাপুরে ক্রিকেট খেলতে এসেছিলাম, আমি দুর্গাপুরের মানুষেক দাবি দাওয়া সংসদে তু‌লে ধরতে চাই। গতবার এই আসনে আমরা হারলেও এবার আমি জয়ের ব্যাপারে আশাবাদী কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে সেখানকার কর্মী সমর্থকরা লড়াই করছেন। গত পাঁচ দিনে কর্মীরা আমাকে আপন করে নিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায় শুধু জননেত্রী নন করুণাময়ী।’

ব্রিগেডের ময়দান থেকে ভারতীয় দলের প্রাক্তন ক্রিকেটার বলেন,”আগামী ৬ মাসে আমার ইচ্ছা থাকবে আরও ভালো করে বাংলা বলতে শেখা।’ একইসঙ্গে মোদীকে নিশানা করে বলেন,’ গ্যাসের দাম বাড়িয়ে ৪০০ টাকা থেকে করে ১২০০ টাকা করেছো সেখানে ১০০ টাকা কমিয়ে কি হবে? বিজেপির এই নীতি আমি মানতে পারিনি। আমি খুব খুশি যে বিজেপি থেকে সরিয়ে দিয়েছে, আর দিদি আমাদের আপন করে নিয়েছে। কিন্তু এখানে দিদি আছে যার ওয়ারেন্টি আছে।”

বীরভূমে এবার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। টলি অভিনেত্রী একটি বাংলা বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে বলেন, ‘আমি মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে কৃতজ্ঞ। আমাকে মনোনীত করার জন্য। অতীতে বীরভূমের মানুষের থেকে অনেলক ভালোবাসা পেয়েছি। ভালোবাসা নষ্ট করার মতো কোনও কাজ করিনি। এবারও তাঁর ব্যতিক্রম হবে না। আমি আশাবাদী ব্যবধান আরও বাড়বে।’

অনুব্রতহীন বীরভূমে লড়াই এবার কি তাঁর কাছে বাড়তি চ্যালেঞ্জ? এই প্রশ্নের উত্তরে তারকা প্রার্থী বলেন, ‘প্রতিবারই ভোট এলে প্রচার করা হয় তৃণমূল কংগ্রেস দল এবার উঠে যাবে। কিন্তু ভোটের পরে দেখা যায় তৃণমূল কংগ্রেস বিগত বারের তুলনায় বেশি ভোটে জিতেছে।
মেদিনীপুরে বিজেপির জেতা সিটে জুন মালিয়াকে প্রার্থী করেছেন তৃণমূল। নাম ঘোষণা পর জুন সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন, ‘আমি ২০২১ সালের বিধানসভা ভোটের সময়ও আত্মবিশ্বাসী ছিলাম এবারও তাই আছি। তৃণমূল কংগ্রেস দল এবং মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় আমার উপরে আস্থা রেখেছেন, এটা আমার কাছে অনেক।’

হাওড়া কেন্দ্রের প্রার্থী তথা প্রাক্তন ফউটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন কাজ করে যেতে আমি সেটাই করি। হাওড়াতেই আমি থাকি। ভারতবর্ষে প্রথম ফুটবলার হিসাবে লোকসভার সাংসদ হয়েছি। এটা আমার কাছে অনেক বড় বিষয়।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *