বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রাক্তন মুখ্যমন্ত্রী কমলনাথ ও তাঁর ছেলে নকুল নাথ বিজেপিতে যোগদান না করলেও, লোকসভা নির্বাচনের আগে বড় ধাক্কা কংগ্রেসে। শনিবার বিজেপিতে যোগ দিলেন মধ্য প্রদেশ কংগ্রেসের প্রাক্তন সভাপতি তথা মনমোহন সিং মন্ত্রিসভার রাষ্ট্রমন্ত্রী সুরেশ পাচৌরি।
তিনি বিভিন্ন সময়ে লোকসভা ও রাজ্যসভার সাংসদ ছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান।
সুরেশ পাচৌরিকে দলে স্বাগত জানিয়ে শিবরাজ সিং চৌহান সাংবাদিকদের বলেন, মহাত্মা গান্ধীর পরামর্শ অনুসারে কংগ্রেসকে সম্পূর্ণরূপে শেষ করে রাহুল গান্ধী নিঃশ্বাস ফেলবেন। কংগ্রেসের সব ভাল নেতারা দলের নেতৃত্বে দিশাহীনতায় ক্লান্ত হয়ে পড়েছেন। প্রাক্তন মুখ্যমন্ত্রী বলেছেন, কংগ্রেস বিলুপ্তির পথে।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মধ্যপ্রদেশের বিজেপি সবাপতি বিডি শর্মা বলেন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা সুরেশ পাচৌরি মধ্যপ্রদেশ কংগ্রেসের বড় নেতা ছিলেন। যেহেতু এমন একজন নেতার জন্য কংগ্রেসে জায়গা নেই, তাই তিনি বিজেপিতে যোগদান করলেন। তিনি প্রধানমন্ত্রী মোদীর নেতৃত্বে কাজ করবেন।
একদা গান্ধী পরিবারের ঘনিষ্ঠ এই নেতা মননোহন সিং মন্ত্রিসভায় প্রতিরক্ষা উৎপাদন ও সরবরাহ প্রতিমন্ত্রী ছিলেন। এছাড়াও তিনি কর্মী, জন অভিযোগ ও পেনশন এবং সংসদ বিষয়ক মন্ত্রকের (২০০৪-২০০৯) দায়িত্বে ছিলেন। চারবার তিনি কংগ্রেসের রাজ্যসভার সদস্যও হয়েছিলেন। ১৯৭২ সালে তিনি যুব কংগ্রেস কর্মী হিসেবে রাজনৈতিক যাত্রা শুরু করেন। ১৯৮৪ সালে তিনি রাজ্যে যুব কংগ্রেসের সভাপতি হন।
১৯৮৪ সালে সুরেশ পাচৌরি রাজ্যসভায় নির্বাচিত হন। ১৯৯০, ১৯৯৬ ও ২০০২ সালেও তিনি রাজ্যসভা নির্বাচিত হন। অন্যদিকে তিনি দু’বার লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে যান। ১৯৯৯ সালে তিনি ভোপাল থেকে উমা ভারতীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করে বিপুল ভোটে হেরে যান। ২০১৩ সালে তিনি সুন্দরলাল পাটোয়ার ভাইপো সুরেন্দ্র পাটোয়ার কাছেও হেরে যান।
২০০৪ সালে তিনি রাজ্যসভার চিফ হুইপও ছিলেন। ২০০৮-২০২২ সাল পর্যন্ত তিনি মধ্যপ্রদেশ কংগ্রেসের সভাপতি ছিলেন।