বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: বিশ্বের প্রথম ফাস্ট বোলার হিসেবে অনন্য নজির গড়লেন জেমস অ্যান্ডারসন। আজ ধরমশালা টেস্টে তিনি ঝুলিতে পুরে ফেললেন ৭০০তম টেস্ট উইকেট।

 

ইংল্যান্ডের ২১৮ রানের জবাবে ভারতের প্রথম ইনিংস শেষ হলো ৪৭৭ রানে। অর্থাৎ রোহিত শর্মার দলের লিড ২৫৯ রানের।

১২০ ওভারে ৮ উইকেটে ৪৭৩ রান- এই অবস্থা থেকে আজ খেলা শুরু করে ভারত। ৪.১ ওভারেই ভারতের শেষ দুটি উইকেট তুলে নেন ইংল্যান্ডের বোলাররা। ১২৩.৪ ওভারে কুলদীপ যাদব ৬৯ বলে ৩০ রানে জেমস অ্যান্ডারসনের বলে কট বিহাইন্ড হন। তিনি অ্যান্ডারসনের ৭০০তম শিকার।

বিশ্বের তৃতীয় তথা প্রথম পেসার হিসেবে টেস্টে ৭০০ উইকেটের ক্লাবে নাম লেখালেন অ্যান্ডারসন। টেস্টে সবচেয়ে বেশি ৮০০ উইকেট রয়েছে শ্রীলঙ্কার কিংবদন্তি স্পিনার মুথাইয়া মুরলীধরনের। টেস্টে সর্বাধিক উইকেটশিকারীদের তালিকায় দ্বিতীয় স্থানে অস্ট্রেলিয়ার শেন ওয়ার্ন।
ওয়ার্ন টেস্টে উইকেট নিয়েছেন ৭০৮টি। ফলে আর ৯ উইকেট নিলেই ওয়ার্নকে পিছনে ফেলবেন অ্যান্ডারসন। তালিকার চতুর্থ স্থানে অনিল কুম্বলে, যাঁর ৬১৯টি টেস্ট উইকেট রয়েছে। ইংল্যান্ডের প্রাক্তন পেসার স্টুয়ার্ট ব্রডের উইকেটসংখ্যা ৬০৪। এদিন ভারতের শেষ উইকেটটি পড়ে ১২৪.১ ওভারে ৪৭৭ রানে।

জসপ্রীত বুমরাহ ৬৪ বলে ২০ রান করে শোয়েব বশিরের বলে স্টাম্পড হন। নিজের তৃতীয় টেস্ট খেলতে নেমে এই নিয়ে দ্বিতীয়বার ইংল্যান্ডের এই তরুণ স্পিনার ইনিংসে পাঁচ উইকেট দখল করলেন। তিনি পাঁচটি মেডেন-সহ ৪৬.১ ওভারে ১৭৩ রান খরচ করে পাঁচ উইকেট তুলে নিলেন।
জেমস অ্যান্ডারসন ও টম হার্টলি ২টি করে উইকেট পেলেন। বেন স্টোকসের ঝুলিতে ১ উইকেট। কোনও উইকেট দখল করতে পারেননি মার্ক উড ও জো রুট। এরপর খেলতে নেমে শুরুতেই ধাক্কা খেয়েছে ইংল্যান্ড। দুই ওপেনারকেই সাজঘরে ফিরিয়েছেন রবিচন্দ্রন অশ্বিন। ১.৫ ওভারে ২ রানে প্রথম উইকেটের পতন ঘটে। ৫ বলে ২ রান করে অশ্বিনের বলে বোল্ড হয়ে যান বেন ডাকেট।

৫.৩ ওভারে ইংল্যান্ডের দ্বিতীয় উইকেটটি পড়ে। ১৬ বলে কোনও রান না করে প্যাভিলিয়নে ফেরেন জ্যাক ক্রলি। তিনি অশ্বিনের বলে সরফরাজ খানের হাতে ক্যাচ দেন। ২১ রানে দুই উইকেট পড়ার পর ইংল্যান্ডকে এগিয়ে নিয়ে যাচ্ছেন অলি পোপ ও জো রুট। জসপ্রীত বুমরাহ বোলিং ওপেন করেন। অপর প্রান্ত থেকে অশ্বিনকে আক্রমণে আনা হয়েছে। অধিনায়ক রোহিত শর্মা পিঠে অস্বস্তির কারণে নামেননি। ভারতকে নেতৃত্ব দিচ্ছেন বুমরাহ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *