ভোট ঘোষণার আগে উত্তর-পূর্ব সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিন দিনে রাজ্য রাজ্যে সফর। অরুণাচল প্রদেশ থেকে অসম হয়ে এদিন তিনি শিলিগুড়ির কাওয়াখালিতে সভা করবেন। তার আগে শনিবার সকালে তিনি অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে জঙ্গল সাফারি করেন। তাঁর সঙ্গী ছিলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। ছিলেন জাতীয় উদ্যানের আধিকারিক সোনালী ঘোষ ও বন দফতরের অন্য আধিকারিকরা।

এদিন প্রধানমন্ত্রী মোদী প্রথমে হাতির পিছে চড়েন। তারপর ন্যাশনাল পার্কের সেন্ট্রাল কোহোরা রেঞ্জের মধ্যে অবস্থিত মিহিমুখ এলাকার ভিতরে জিপেও ওঠেন তিনি। অসমের মুখ্যমন্ত্রীর কার্যালয় থেকে দেওয়া তথ্য অনুসারে ১৯৫৭ সাল থেকে তিনিই প্রথম প্রধানমন্ত্রী যিনি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট পরিদর্শন করলেন।

প্রধানমন্ত্রী মোদী দু’দিনের সফরে অসমে রয়েছেন। তিনি এদিন জোরহাটের মেলেং মেটেলি পোথারে প্রায় আঠারো হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করবেন। প্রকল্পগুলিরে মধ্যে রাজ্য ও কেন্দ্রীয় উভয় সরকারের প্রকল্লই রয়েছে। পরে সেখানে তিনি জনসভায় ভাষণ দেবেন।

প্রধানমন্ত্রী শুক্রবার প্রথমে তেজপুর বিমানবন্দরে অবতরণ করেন। সেখানে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। নিজের এক্স হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী বলেছেন, প্রিয় প্রধানমন্ত্রীকে মা কামাখ্যা ও মহাপুরুষ শঙ্করদেবের দেশে স্বাগত জানাতে পেরে রোমাঞ্চিত।

তেজপুর থেকে প্রধানমন্ত্রী মোদী হেলিকপ্টারে করে গোলাঘাট জেলায় যান। সেখানেই ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট কাজিরাঙা জাতীয় উদ্যানে রাত্রি যাপন করেন। প্রধানমন্ত্রী কাজিরাঙ্গায় পৌঁছনোর পরে তাঁকে বহু মানুষ স্বাগত জানান। সেই ছবি নিজের এক্স হ্যান্ডেলে পোস্ট করেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *