বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বক্তব্যতেই তাঁকে বিঁধলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। নজিরবিহীন ভাবে নাম না করে অভিষেককে আক্রমণ করেছেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। সেই প্রেক্ষিতে অত্যন্ত ঠান্ডা মাথায় সামান্য বক্তব্য রাখলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক।

 

অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল দুপুরে সাংবাদিক সম্মেলন করেছিলেন। বিজেপিতে তিনি যোগ দিচ্ছেন। এই কথা ঘোষণা করেন। বিজেপির সঙ্গে তিনি যোগাযোগ করেছিলেন। বিজেপিও তাঁর সঙ্গে যোগাযোগ করেছিল। এই বক্তব্য বিচারপতি গঙ্গোপাধ্যায় জানান। আর সেই বক্তব্যকেই হাতিয়ার করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

কলকাতা হাইকোর্টের বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপির সঙ্গে যোগাযোগ করেছেন। অর্থাৎ তৃণমূল কংগ্রেস কলকাতা হাইকোর্টের তাঁর রায় নিয়ে যে পক্ষপাতদুষ্টের অভিযোগ আনছিল, সেটি মান্যতা পেল। এমনই বার্তা ঘুরিয়ে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

তাহলে কি বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে সব নির্দেশ দিয়েছেন, তার মধ্যে রাজনৈতিক পক্ষপাত রয়েছে? তিনি বরাবর তৃণমূল কংগ্রেসের দুর্নীতি নিয়ে সরব হয়েছেন। তৃণমূল নেতৃত্বকেও একাধিকবার আক্রমণ করেছেন। এখন তিনি নিজের মুখে স্বীকার করেছেন বিজেপির সঙ্গে যোগাযোগের কথা। তাহলে কি এই রায় সব গেরুয়া শিবিরের অঙ্গুলিহেলনে? এই প্রশ্ন উঠছে।
আর অভিষেক বন্দ্যোপাধ্যায় কৌশলে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়কের বক্তব্যকে আরও জোরালো করে দিলেন। সাধারণ মানুষকে সিদ্ধান্ত গ্রহণের জন্য বার্তা হাওয়ায় ভাসিয়ে দিলেন। মাত্র দুই মিনিটের বক্তব্যতে একাধিক বিষয়ে খোঁচা দিয়ে দিলেন অভিষেক বন্দোপাধ্যায়।

অভিজিৎ বন্দ্যোপাধ্যায় নাম না করে অভিষেককে ‘তালপাতার সেপাই’ বলে কটাক্ষ করেছেন। সাংবাদিকরা সেই বিষয়ে প্রশ্ন করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। জবাবে তিনি জানান, বিজেপির নেতারা কখনও তাঁর নাম নেন না। প্রাক্তন বিচারপতিও তাঁর নাম নিলেন না। এই ঘটনা অত্যন্ত ইঙ্গিতপূর্ণ।

ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে লক্ষ লক্ষ ভোটে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হারাবেন তিনি। দল প্রার্থী করলে ডায়মন্ড হারবারে লড়াই করবেন। অভিজিৎ গঙ্গোপাধ্যায় এই কথা তিনি নিজে জানিয়েছেন। এই বিষয়কে খুব একটা গুরুত্ব দিতে চাইছেন না অভিষেক। সংসদীয় গণতান্ত্রিক রাজনীতিতে ভারতবর্ষের যে কোনও জায়গা থেকে যে কেউ প্রার্থী হতে পারেন। এমন কথা জানালেন অভিষেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *