বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ভারত জয়ী, অন্যান্যদের মতো নিজেও জার্সি পড়ে খেলা দেখলেন মেয়র গৌতম দেব। গতকাল খেলা শুরুর সময় থেকেই ভারতীয় দলে জার্সি পড়ে তিনি চলে এসেছিলেন, মাঠে বসে বাঘাযতীন পার্কের মাঠে বসে খেলা উপভোগ করলেন।

 

মাঝে চলল খাওয়া দাওয়াও। মেয়র নিজেই জানালেন দেশ খেলছে, একটা আলাদা অনুভূতি তো থাকবেই, জাতীয় পতাকা দেখলেই মনটা একটা আলাদা অনুপ্রেরণা পায়। আমাদের দল সবাইকে হারিয়ে আজকে চ্যাম্পিয়ন, ভাবটি কেমন লাগছে। সবার আগে নিজের দেশ, সবার আগে ভারতবাসী। আমরা সবাই ভারত মাতার সন্তান আমাদের সবাইকে নিয়ে চলতে হবে, অভিনন্দন রোহিত এন্ড কোম্পানিকে এত সুন্দর রবিবারে সন্ধ্যা তা আমাদের উপহার দিলেন। সত্যিই মনে রাখবার মতো, উই লাভ ইন্ডিয়া। এদিন মেয়রের সাথে উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুরসভার অন্যান্য এফআইসি এবং কাউন্সিলারের রা। মেয়র জানালেন প্রথম থেকেই মনে হচ্ছিল ভারতই জিতবে আমরা জিতব, তবুও ক্রিকেট তো কিছুই বলা যায় না। আবার ফাইনাল ম্যাচ, তাই আলাদাভাবে রোহিত কোম্পানিকে আমার অভিনন্দন শিলিগুড়িবাসীর তরফ থেকে অভিনন্দন জানালেন গৌতম দেব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *