বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: গোপন সূত্রে খবর পেয়ে পান্ডুয়া থানার পুলিশ পান্ডুয়ার দু’নম্বর মন্ডলাই এলাকায় অভিযান চালায় সেখানে ছোট লাল শাহ নামে এক ব্যক্তির গোডাউনে চলছিলো গাঁজার কারবার।
পুলিশ সেখানে অভিযান চালিয়ে প্রায় ১০৫ কেজি গাঁজা সহ ৭ জনকে গ্রেফতার করে তাদের মধ্যে একজন মহিলা রয়েছেন । এবং গাড়ি থেকে প্রায় 2 লক্ষ্য 99 হাজার 800 টাকা উদ্ধার করেছে পুলিশ ।
চারটে চারচাকা গাড়ি বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, পান্ডুয়া কালনা ১৩ নম্বর রোডের পাশে রয়েছে ছোট লাল সাউ এর বিরাট গোডাউন। উপরে বেশ কিছু দোকান করা হয়েছে সেগুলি ভাড়া রয়েছে এবং নিচে রয়েছে বিরাট গোডাউন তার নিচে চলছিলো রমরমা গাঁজার কারবার। আজ পুলিশ সেখানে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার গাঁজা উদ্ধার করেন ।হুগলি জেলা গ্রামীন পুলিশের ডি এস পি ক্রাইম অভিজিৎ সিনাহা মহাপাত্র জানান, উড়িষ্যা থেকে বিপুল পরিমাণে গাঁজা আসছিলো চারচাকা গাড়ি করে। পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ওই গোডাউনে অভিযান চালায়। গাড়িতে থাকা চালক সহ মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে। ১০৩ কেজি গাঁজা লক্ষাধিক টাকা ও চারটি গাড়ি গ্রেফতার করা হয়েছে। গোডাউনের ভেতরে থাকা গাড়ি থেকেই এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়েছে। সম্ভবত উড়িষ্যা থেকেই এই গাঁজা এসেছিলো। যাদেরকে গ্রেফতার করা হয়েছে তাদের মধ্যে উড়িষ্যারও বাসিন্দা রয়েছে। আনুমানিক পাঁচ থেকে ছয় লক্ষ টাকার গাঁজা উদ্ধার হয়েছে।ঘটনাস্থলে আসেন পান্ডুয়ার বি ডিও শ্রেবন্তী বিশ্বাস, পান্ডুয়া থানার ও সি পলাশ চন্দ্র বিশ্বাস , মগরা থানার ও সি দীপঙ্কর সরকার,মগরা সার্কেলের সি আই সৌমেন বিশ্বাস সহ বিশাল পুলিশ বাহিনী,ঘটনা স্থলে হাজির হন ম্যাজিস্ট্রেট ওনার উপস্থিতিতে সমস্ত ঘটনার ভিডিওগ্রাফি করা হয়। আগামীকাল অভিযুক্তদের চুঁচুড়া আদালতে পেশ করা হবে ।