বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: পরীক্ষা শেষ, আর দরকার নাই বইয়ের অতএব ছিঁড়ে ফেলো, বই ছিড়ে ফেলবার ঘটনা উত্তরবঙ্গের দুবার ঘটলো এই নিয়ে।
এবার জলপাইগুড়িতে, একটি স্কুলে বার্ষিক পরীক্ষা শেষ হয়ে যাওয়ার পরে বই ছিঁড়ে যাওয়ার ঘটনা ঘটলো। অবাক অভিভাবকেরা, অবাক শিক্ষক-শিক্ষিকারা। এক শিক্ষিকা জানিয়েছেন, পড়া শেষ হয়ে গেলে আমরা বইগুলো রেখে দিতাম, অভাবে কোন অভিভাবক যদি তার ছেলে-মেয়েকে অপরাধ থাকতেন তখন আমরা সেই বইগুলো দিয়ে দিতাম। সারা বাংলা জুড়েই এই প্রচলন প্রচলিত ছিল। অথচ সেই কারণেই হয়তো বইয়ের অভাব হয়নি কারো। অথচ কি দেখুন কি অবস্থা? বইয়ের দরকার নাই, আর কারো যদি দরকার না হয় সেই কারণেই বই ছিড়ে কুচি কুচি করে ফেলল পড়ুয়ারা। যদিও এক সহপাঠী বাধা দিতে গিয়েছিল তাদের, সে জানিয়েছে সবাই নিজের নিজের বই ছিঁড়ে ফেলছিল, আমি বই ছিড়ে ফেলিনি, অন্যদেরও বাধা দিয়েছিলাম, কিন্তু তারা শোনেনি কেউ। ভবিষ্যৎ প্রজন্মের এই অবস্থা, বেহাল হয়ে গেছে এই পৃথিবী এই পরিবেশ, বলছেন অভিভাবকেরা। আমাদের কি কিছুই করার নেই? জানিয়েছেন তারা।