বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: আন্তর্জাতিক নারী দিবসে শিলিগুড়ি টাউন স্টেশনে কর্মরত মহিলাদের সম্মান জানালেন বিধায়ক শংকর ঘোষ।
তিনি প্রত্যেকের হাতে পুষ্পস্তবক তুলে দিয়ে জানালেন কোন প্রশংসাই উনাদের জন্য যথেষ্ট নয়। সারাদিন রাত যেভাবে ওনারা পরিশ্রম করে চলেছেন তাতে আপনাদের আমি স্যালুট জানাই। আপনাদের কাজ প্রশংসনীয়। যেভাবে আপনারা দিনের পর দিন পরিশ্রম করে চলেছেন এবং সব ত্যাগ স্বীকার করে দিনের পর দিন মানুষের সেবায় কাজ করে চলেছেন সেটা তারিফ যোগ্য। আজকে তাই তাদের জন্য আমি সামান্যতম উপহার তুলে দিলাম। তারা এগিয়ে যান দেশ এবং দশের সেবায় এটাই কামনা করি।