বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: যাদের ছেড়া সম্পূর্ণ নয় পুজো, যারা না থাকলে মনে হয় না পুজো এসেছে সেই ঢাকিরা চলে এসেছে শিলিগুড়িতে। আর সকাল থেকেই শিলিগুড়ি টাউন স্টেশনে বিভিন্ন জায়গা থেকে ঢাকিরা এসে নামেন।

 

এদের মধ্যে বেশিরভাগ মালদা, রায়গঞ্জ এবং ইসলামপুর থেকে আসা ঢাকিরা আছেন। যত দিন যাচ্ছে ঢাকের এর অবস্থা শোচনীয় হচ্ছে, আগে যেখানে ১০০ শতাংশ ঢাকেই প্রয়োজন হতো এখন সেখানে মাত্র ৫০ থেকে ৭ শতাংশ থাকি দরকার হয়। কাজেই আর এই পেশায় থাকতে চান না থাকিরা, তৈরি করতে চান না তাদের সন্তানদের। তারা জানিয়েছেন এখন বছরে মাত্র কয়েকবার ডাক পড়ে, আর যাতায়াত এবং খাওয়া নিয়ে প্রচুর খরচ হয়ে যায়, তাই আর ভালো লাগে নাই পেশায় থাকতে। তবু অতীতের টান এবং পূজোর কথা ভেবেই আসেন তারা। কারণ ছোটবেলা থেকেই তারা ঢাক বাজিয়ে সংসার চালিয়েছেন, বাবা মাকে দেখেছেন এবং ছেলে মেয়েদের পড়াশোনা শিখিয়ে মানুষের মত মানুষ করেছেন, সেই পেশাকে কি দূরে সরিয়ে রাখা যায়? তবুও রাখতে হয় আমাদের জানিয়েছেন এক ঢাঁকি। গত তিনদিন ধরে শিলিগুড়িতে এসে পৌঁছেছেন প্রায় ১৫০০ ঢাকি, শিলিগুড়ি এবং তার আশেপাশের বহু পুজোয় ডাক পড়েছে তাদের ঢাক বাজানোর জন্য। তারা এখন একটাই কথা বলছেন এবং চিন্তা করছেন এইভাবে কতদিন চলবে? আর কতদিন দাগ পাবেন তারা। সেদিন স্টেশনে নেমেই তারা পূজা কমিটির লোকদের ফোন করে, কিভাবে কোথায় যেতে হবে জেনে নেন। তারপরেই গন্তব্যস্থলার উদ্দেশ্যে রওনা হয়ে যান তারা, কারণ আজ যে পঞ্চমী, মা চলে এসেছেন, ঢাক বাজাতে হবে যে তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *