বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কোলাঘাটের পয়াগ গ্রামে বাজি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাত দশটা নাগাদ পূর্ব মেদিনীপুরে জেলার কোলাঘাট থানার অন্তর্গত পয়াগ গ্রামে একটি বেআইনি বাজি কারখানায় আগুন লাগে। দীর্ঘদিন ধরে পয়াগ গ্রামের বেশ কিছু পরিবার বাজির কাজের সঙ্গে যুক্ত। রবিবার রাত দশটা নাগাদ বিশাল বিস্ফোরণের শব্দে কেপে উঠে এলাকা। ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এই বিস্ফোরণে এলাকার বেশ কয়েকটি বাড়ির প্রভূত ক্ষতি হয়েছে। একটি মাটির বাড়ি মাটিতে মিশেছে। বিস্ফোরণস্থলের পাশেই থাকা পাকা বাড়ির বিভিন্ন অংশ ফাটল ধরেছে কিংবা ভেঙে পড়েছে। হতাহতের সুর্নিদিষ্ঠ সংখ্যা এখনও যানা যায়নি। স্থানীয় সূত্রে খবর, এই ঘটনায় ১০ জনের বেশি আহত।
রাতেই ঘটনাস্থলে যায় কোলাঘাট থানার পুলিশ এবং দমকলের দুটি ইঞ্জিন। বেশ কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। এলাকায় প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছে।
২০২১-এর অক্টোবরে এলাকার নিতাই বেরার গোডাউনে বিস্ফোরণ হয়। বিস্ফোরণে গুরুতর আহত হয়েছিলেন নিতাই বেরা। তবে বাজির গোডাউনটি ফাঁকা এলাকায় হওয়ায় বড় ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পায় গোটা এলাকা। তারপরও কী ভাবে চলছিল ওই অবৈধ বাজি কারখানা, পুলিশের ভুমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।
২০২৩-এর মে মাসে এগরার খাদিকুলে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণে মালিক ভানু বাগ-সহ এগারোজনের মৃত্যু হয়। ওই বিস্ফোরণের ছয় দিনের মাথায় এলাকায় তল্লাশিতে প্রচুর পরিমাণে বাজির মশলা উদ্ধার করে পুলিশ।
পরবর্তী সময়ে ২০২৩-এর অগাস্টে উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। সেই বিস্ফোরণের তীব্রতা এত বেশি ছিল যে আশপাশের কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছিলেন, পুলিশকে বারে বারে জানিয়েও কোনও ফল পাওয়া যায়নি।
গত বছরের পাঁচ অগাস্ট নবান্নে মুখ্যসচিবের সঙ্গে রাজ্য আতসবাজি সমিতির সদস্যদের সঙ্গে বৈঠকে উঠে এসেছিল রাজ্যে সাড়ে পাঁচ হাজারের বেশি বেআইনি বাজি কারখানার কথা। সেই সময় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী রাজ্যে বৈধ সবুজ বাজি তৈরির কারখানা সাতটি।
রাজ্য দূষণ নিয়্ন্ত্রণ পর্ষদের প্রাক্তন কর্তা বিশ্বজিৎ মুখোপাধ্যায় সেই সময় জানিয়েছিলেন, ২০১১ সাল থেকে রাজ্য জুড়ে বেআইনি বাজি কারখানায় অন্তত ২৬ টি বিস্ফোরণে কমপক্ষে ৮৩ জনের মৃত্যু হয়েছে। তিনি বলেছিলেন, পরিবেস আদালত বারে বারে সতর্ক করলেও রাজ্য সরকারের আশ্বাস ফাঁকা আওয়াজ ছাড়া আর কিছুই নয়।