বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নরেন্দ্র মোদী গতকাল প্রধানমন্ত্রী পদে শপথ নিলেন। টানা তিনবার প্রধানমন্ত্রী হয়ে তিনি স্পর্শ করলেন জওহরলাল নেহরুর কীর্তি।

বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকারের ৭২ জন মন্ত্রী শপথ নিলেন। ২৪টি রাজ্যই পেল কেন্দ্রীয় মন্ত্রী। মোদীর শপথগ্রহণ অনুষ্ঠানে ছিল চাঁদের হাট। নজর কাড়ল প্রধানমন্ত্রীর পরিধান।

নরেন্দ্র মোদী আজ শপথ নিতে আসেন সাদা কুর্তা-চুড়িদার পরে। সেই সঙ্গে ছিল নীল রঙের চেকওয়ালা জ্যাকেট। পায়ে ছিল কালো রঙের জুতো। প্রধানমন্ত্রী পদে শপথের আগে রাষ্ট্রপতি ভবনে উপস্থিত অতিথি, অভ্যাগতদের করজোড়ে নমস্কার করেন নরেন্দ্র মোদী।

২০১৪ সালে প্রথমবার প্রধানমন্ত্রী হন নরেন্দ্র মোদী। সেবার তিনি পরেছিলেন ক্রিম রঙের খাদির কুর্তা-পায়জামা, সেই সঙ্গে ছিল সোনালি রঙের পশমি জ্যাকেট। ২০১৯ সালে যখন মোদী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন, তথন তিনি একই পোশাক পরেছিলেন। ছিল পশমি জ্যাকেট।

নরেন্দ্র মোদীর পোশাকের দাম নিয়ে রাজনৈতিক বিতর্ক হয়েছে। তবে ড্রেস কোডে বরাবরই নজর কেড়েছেন ফ্যাশন সচেতন মোদী। বিভিন্ন গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে দেখা গিয়ছে তিনি কুর্তার সঙ্গে বন্ধগলা জ্যাকেট পরতে পছন্দ করেন। প্রজাতন্ত্র বা স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে মোদীকে রঙিন পাগড়ি পরতেও দেখা গিয়েছে।

গত জানুয়ারি মাসে প্রজাতন্ত্র দিবসে মোদীর পরনে ছিল নানা রঙের বন্ধনী প্রিন্ট সাফা। আজ শপথগ্রহণের আগে হবু মন্ত্রীদের উদ্দেশে বার্তা দিয়ে মোদী বলেন, নম্রতা বজায় রেখে চলতে হবে। সঠিক সময়ের মধ্যেই নিজেদের কাজ সেরে ফেলতে হবে। মোদী সরকারে আগের মন্ত্রীদের পাশাপাশি থাকছে নতুন মুখও।

পাঁচ বছর পর মোদী মন্ত্রিসভায় এলেন জেপি নাড্ডা। ফলে বিজেপি নতুন সর্বভারতীয় সভাপতির নাম ঘোষণা করবেন। অমিত শাহ, রাজনাথ সিং, নীতিন গড়কড়ি, এস জয়শঙ্কর, নির্মলা ,সীতারামনরাও আজ শপথ নিয়েছেন। তৃণমূল কংগ্রেস শপথগ্রহণ অনুষ্ঠান বয়কট করে। যদিও উপস্থিত ছিলেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, সাংবিধানিক কর্তব্য পালনেই শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত হয়েছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *