বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:তৃতীয় মোদী মন্ত্রিসভায় স্থান পেয়েছেন, বিজেপি সভাপতি জেপি নাড্ডা। অন্যদিকে এবার জিতে এলেও মন্ত্রিসভায় জায়গা পাননি অনুরাগ ঠাকুর। কারণ দুজনেই হিমাচল প্রদেশের। হিমাচল প্রদেশ থেকে লোকসভায় চারটি আসন, এবার নিয়ে টানা দ্বিতীয়বার বিজেপি কাছে গিয়েছে।

এই বছর গুজরাত থেকে রাজ্যসভায় গিয়েছেন জেপি নাড্ডা। এর আগে তিনি হিমাচল প্রদেশ থেকে লোকসভায় প্রতিনিধিত্ব করেছেন।

নাড্ডার পরে বিজেপির জাতীয় সভাপতি হিসেবে যাঁদের নাম ছিল, তাঁরা বলেন, ধর্মেন্দ্র প্রধান এবং ভূপেন্দ্র যাদব। কিন্তু এঁদের দুজনকেই এবার মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করা হয়েছে। ধর্মেন্দ্র প্রধান এবারের লোকসভা নির্বাচনে ওড়িশার সম্বলপুর থেকে একলক্ষের বেশি ভোটে জয়ী হয়েছে। অন্যদিকে ভূপেন্দ্র যাদব রাজস্থানের আলোয়ার থেকে ৪৮ হাজারের বেশি ভোটে জয়ী হয়ে মোদী মন্ত্রিসভায় জায়গা করে নিয়েছেন।

সূত্রের খবর গেরুয়া শিবিরে আলোচিত নামগুলির মধ্যে রয়েছে জাতীয় সাধারণ সম্পাদক, মহারাষ্ট্রের বাসিন্দা, বর্তমানে বিহারের দায়িত্বে থাকা বিনোদ তাউড়ে কিংবা দলের প্রবীণ নেতা, তথা দলের সহসভাপতি দীনেশ শর্মার মতো নেতাও। তিনি উত্তর প্রদেশের প্রাক্তন উপমুখ্যমন্ত্রীও ছিলেন।

অন্যদিকে এই বছরের শেষের দিকে মহারাষ্টচ্র, হরিয়ানা ও ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচন রয়েছে। ২০২৭-এ রয়েছে উত্তর প্রদেশে নির্বাচন। সেই পরিস্থিতিতে উত্তর প্রদেশে বর্তমান উপ মুখ্যমন্ত্রী কেশব প্রশাদ মৌর্যের নাম উঠে আসতে পারে। মহারাষ্ট্রের উপ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশের নামও পছন্দের তালিকায় রয়েছে।

মধ্যপ্রদেশের দুই মুখও আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে। একজন হলেন মোহন যাদব মন্ত্রিসভায় থাকা কৈলাশ বিজয়বর্গীয়। এছাড়া অন্যজন হলেন রাজ্য বিজেপির সভাপতি ভিডি শর্মা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *