বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এনাডু গ্রুপ অফ কোম্পানিজের প্রধান রামোজি রাও প্রয়াত। শারীরিক সমস্যার কারণে গত পাঁচ জুন তাঁকে হাসপাতালে ভর্তি করানো হয়। শনিবার ভোর ৪.৫০ নাগাদ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বেশ কিছুদিন ধরে তিনি শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তাঁর মরদেহ রামোজি ফ্লিম সিটিতে তাঁর বাসভবনে নিয়ে যাওয়া হবে।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৭ বছর। সাম্প্রতিক সময়ে তিনি উচ্চরক্তচাপ এবং শ্বাসকষ্্টজনিত অসুবিধায় ভুগছিলেন। পাঁচ জুন তাঁকে নানকরামগুড়ার স্টার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। চিকিৎসকরা তাঁর হার্টে একটি স্টেন্ট স্থাপন করেছিলেন। তাঁকে ভেন্টিলেটরে রাখা হয়েছিল। প্রসঙ্গত কযেক বছর আগে কোলন ক্যান্সার থেকে সফলভাবে সেরে উঠেছিলেন।

অন্ধ্রপ্রদেশের কৃষ্ণা জেলার পেদাপারুপুদি গ্রামে ১৯৩৬-এর ১৬ নভেম্বর কৃষক পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি বিশ্বের বৃহত্তম থিম পার্ক ও ফ্বেম স্টুডিও রাামোজি ফিল্ম সিটির প্রতিষ্ঠা করেন। মার্গদর্শী চিট ফান্ড, এনাডু নিউজ পেপার, ইটিভি নেটওয়ার্ক, রামাদেবী পাবলিক স্কুল, প্রিয়া ফুডস, কালাঞ্জলি, উষাকিরণ মুভিজ, ময়ূরী ফিল্ম ডিস্ট্রিবিউটরস, ডলফিন গ্রুপ অফ হোটেলসেরও মালিক ছিলেন।

তেলগু রাজনীতিতেও প্রভাব ছিল তাঁর। বেশ কিছু রাজ্য এবং জাতীয় মেতা রামোজি রাওয়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক রাখতেন। তাঁর সঙ্গে গুরুত্বপূর্ণ পরামর্শও করতেন। সাংবাদিকতা, সাহিত্য, সিনেমা, এবং শিক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের জন্য ভারত সরকার ২০১৬ সালে রামোজি রাওকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ অসামরিক সম্মান পদ্মবিভূষণ দিয়ে সম্মানিত করে।

পিতামহের মৃত্যুর ১৩ দিন পরে তিনি জন্মগ্রহণ করায় তাঁর বাবা-মা তাঁর নাম রাখেন রামায়। কিন্তু সেই নাম পছন্দ না হওয়ায়, তিনি প্রাথমিক বিদ্যালয়ে প্রবেশের সময় নিজেই রামোজি রাও নাম নিয়ে নেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *