বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা নির্বাচনে তাঁর ভবিষ্যদ্বাণী ব্যর্থ হয়েছে। ইন্ডিয়া টুডেকে দেওয়া সাক্ষাৎকারে এমনটা স্বীকার করে নিলেন রাজনৈতিক বিশ্লেষক প্রশান্ত কিশোর। তিনি বলেছেন, সংখ্যার দিকে থেকে ২০ শতাংশ ভুল ছিলেন। প্রশান্ত কিশোর ঘোষণা করেছেন, তিনি আর নির্বাচনী আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করবেন না।
প্রশান্ত কিশোর বলেছেন, তিনি ও তাঁর মতো নির্বাচনী বিশ্লেষকরা ভুল করেছেন। প্রসঙ্গত ৪ জুন লোকসভা নির্বাচনের ফল ঘোষণার আগে প্রশান্ত কিশোর বলেছিলেন, ়বিজেপি ২০১৯-এর ফলের পুনরাবৃত্তি করবে, কিংবা তার থেকেও ভাল ফল করবে।
কিন্তু বিজেপি শেষ পর্যন্ত ২৪০ টি আসন জিততে সক্ষম হয়। যা ২০১৯-এর ফলাফলের থেকে ২০ শতাংশ কম। তবে বিজেপি সঙ্গী দলগুলির সাহায্যে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে গিয়েছে। তিনি এরপরেও নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী করবেন কিনা, জিজ্ঞাসা করা হলে প্রশান্ত কিশোর বলেন, তিনি আর নির্বাচনী আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করবেন না।
প্রশান্ত কিশোর বলেছেন, এবারের অনুমানের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি জিনিস তিনি মিস করেছেন। তিনি বলেছেন, নিজের মূল্যায়ন সবার সামনে রেখেছিলেন। কিন্তু ক্যামেরা সামনে স্বীকার করতে দ্বিধা নেই সংখ্যার দিক থেকে ২০ শতাংশ ভুল করেছিলেন। তিনি বলেছিলেন, বিজেপি ৩০০-র আশপাশে পাবে। কিন্তু তারা ২৪০ টি আসন পেয়েছে। তবে প্রশান্ত কিশোর উল্লেখ করেছেন, তিনি আগেই বলেছিলেন, নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ক্ষোভ ছিল কিন্তু ব্যাপক অসন্তোষ নেই।
অন্যদিকে, কংগ্রেসের ৯৯ টি আসন পাওয়া নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, এই ফল কংগ্রেসের সমর্থক এবং দলের ক্যাডারদের মধ্যে রাহুল গান্ধীর প্রতি আস্থা জাগিয়েছে। তবে এটা ব্র্যান্ড রাহুল গান্ধীর পুনরুজ্জীবনের লক্ষণ নয় বলেও মন্তব্য করেছেন তিনি।
ব্যাখ্যা করে প্রশান্ত কিশোর বলেছেন, যদি আপনার ছেলে ফেল করতে যাচ্ছে, সেখান থেকে যদি ৬০ শতাংশ নম্বর পায়, তাহলে আনন্দিত হওয়ারই কথা। কিন্তু যে ছেলের ৯০ পাওয়ার কথা, সে যদি ৭০ পায়, তাহলে হতাশ হতে হয়।
এবারের কংগ্রেসের প্রাপ্তি নিয়ে প্রশান্ত কিশোর বলেছেন, এটা ওই দলের ইতিহাসে তৃতীয় নিকৃষ্ট নির্বাচনী শো ছিল। তিনি বলেছেন, ১৯৭৭ সালে যখন ইন্দিরা গান্ধী ক্ষমতা হারিয়েছিলেন, তখন কংগ্রেস ১৫৪ টি আসন জিতেছিল। ৯৯ টি আসন জেতা এমন কিছু নয় যা কংগ্রেসের বড় পুনরুজ্জীবনের ইঙ্গিত দেয় না। তবে তাদের সুযোগ যে রয়েছে, তা বলাই যায়।