বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আগামী কাল ভারতবর্ষে চলতি বছরের লোকসভা নির্বাচনের শেষ ভোট। সপ্তম তথা শেষ দফার ভোট আগামী কাল। আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ভোটাররা ১৮ তম লোকসভা নির্বাচনে ১ জুন শনিবার অংশগ্রহণ করবে।
উত্তরপ্রদেশের ১৩ টি, পঞ্জাবের ১৩ টি, পশ্চিমবঙ্গের নয়টি, বিহারের আটটি, ওড়িশার ছয়টি, হিমাচল প্রদেশের আটটি, ঝাড়খন্ডের তিনটি এবং চণ্ডীগড়ের একমাত্র আসনে শেষ পর্বে ভোট হচ্ছে। শেষ দফায় ৫৭ টি লোকসভা কেন্দ্রে ভোট হচ্ছে।
প্রথম দফায় ১৯ এপ্রিল ভোট অনুষ্ঠিত হয়েছিল। ১০২ টি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছিল। দ্বিতীয় দফায় ২৬ এপ্রিল ৮৮ টি কেন্দ্রে ভোট হয়। ১১ টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩ টি আসনে তৃতীয় দফায় ভোট হয়। ৭ মে ওই ভোট হয়েছিল।
১৩ মে চতুর্থ দফায় ভোটাধিকার প্রয়োগ করেছিল সাধারণ মানুষ। পঞ্চম দফায় আটটি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে ৪৯ টি আসনে ভোট হয়। ২০ মে ভোট হয়েছিল। ষষ্ঠ দফায় ২৫ মে ভোট হয়েছে। সব আসনের ফলাফল ৪ জুন ঘোষণা করা হবে।
প্রথম ধাপে ৬৬.১৪ শতাংশভোট পড়েছে। দ্বিতীয় ধাপে ৬৬.৭১ শতাংশ ভোট পড়েছে৷ তৃতীয়, চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ ধাপে ভোটদানের হার ছিল যথাক্রমে ৬৫.৬৮ শতাংশ, ৬৯.১৬ শতাংশ, ৬২.২০ শতাংশ এবং ৬৩.৩৭ শতাংশ৷
শেষ দফায় বহু গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্ব ভোটে লড়ছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, মহেন্দ্রনাথ পাণ্ডে, নীরজ শেখর, পঙ্কজ চৌধুরী, রবি কিষাণ, অনুপ্রিয়া প্যাটেল, কংগ্রেস প্রার্থী অজয় রাই এবং অখিলেশ প্রতাপ সিং, সমাজবাদী পার্টির (এসপি) প্রার্থী আফজাল খানরা লড়াই করছেন। আনসারি, রমেশ চাঁদ বিন্দ, বীরেন্দ্র সিং এবং কাজল নিষাদ, সুহেলদেব ভারতীয় সমাজ পার্টির (এসবিএসপি) অরবিন্দ রাজভার এবং বহুজন সমাজ পার্টির (বিএসপি) প্রার্থী আথর জামাল লরি, বালকৃষ্ণ চৌহান এবং ভীম রাজভারও নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
পশ্চিমবঙ্গের দমদম, বারাসত, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, যাদবপুর, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর সহ নয়টি আসনে শেষ ধাপে ভোট হবে ১ জুন। অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেবশ্রী চৌধুরী, সৌগত রায়, প্রদীপ ভট্টাচার্য, রেখা পাত্র, কাকলি ঘোষ দস্তিদার, সুদীপ বন্দ্যোপাধ্যায়, তাপস রায় এবার বাংলায় গুরুত্বপূর্ণ প্রার্থী।