বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শনিবার সপ্তম এবং শেষ দফার নির্বাচন। একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি। কলকাতা উত্তর-দক্ষিণ সহ একাধিক লোকসভা আসনে নির্বাচন রয়েছে। শেষ দফায় অনেক বেশি সতর্ক নির্বাচন কমিশন।

শান্তিপূর্ণ ভোট করাতে একেবারে শক্তি নিয়ে নামছে কল্কা পুলিশও। জয়নগর (ক্যানিং পূর্ব) এবং ডায়মন্ডহারবার লোকসভার সামান্য অংশ সহ একটা বিস্তীর্ণ অঞ্চল (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে কলকাতা পুলিশের অধীনে।

আর এই বিস্তীর্ণ অঞ্চলের ৫৭৬টি এলাকাকে স্পর্শকাতর হিসেবে চিহ্নিত (Lok Sabha Election 2024 Phase 7) করেছে নির্বাচন কমিশন। আর সে কথা মাথায় রেখেই বিভিন্ন অঞ্চলে কেন্দ্রীয় বাহিনীকে মোতায়েনের কথা বলা হয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশকেও সতর্ক থাকতে বলা হয়েছে। ইতিমধ্যে ২৪৬ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী শহরে পৌঁছে গিয়েছে। যার মধ্যে ৬৬.৫ কোম্পানি বাহিনী থাকবে কলকাতা উত্তরে, ৮২.৬১ কোম্পানি কলকাতা দক্ষিণে, ৩৮.৭ কোম্পানি যাদবপুর, ৭.৩ কোম্পানি ডায়মন্ডহারবার এবং জয়নগরে ৬ কোম্পানি বাহিনী থাকবে বলে সিদ্ধান্ত নির্বাচন কমিশনের।

কলকাতার স্পর্শকাতর এলাকার হিসেব গত বছর ১ ডিসেম্বর থেকে নেওয়া (Lok Sabha Election 2024 Phase 7) শুরু করে। এর সঙ্গে ২০১৪ ও ২০১৯ সালের লোকসভা ভোটে কলকাতার কোন কোন অংশে অশান্তি হয়েছে তাও খতিয়ে দেখেন। বিধানসভা নির্বাচনেও অশান্তির বিষয়েও বিস্তারিত খোঁজ নেন কমিশনের আধিকারিকরা। তথ্য নেওয়া হয় কলকাতা পুলিশের থেকেও। সব দিক খতিয়ে দেখার পরেই ৫৭৬টি বুথসংলগ্ন এলাকাকে চিহ্নিত করে কমিশন।

কমিশন সূত্রে জানা গিয়েছে, যাদবপুরের দু’টি এবং কলকাতা উত্তর, কলকাতা দক্ষিণের সাতটি করে বিধানসভা (Lok Sabha Election 2024 Phase 7) রয়েছে। ১৬টি বিধানসভা কেন্দ্রের সাড়ে তিনশোর বেশি বুথসংলগ্ন এলাকা স্পর্শকাতর বলে চিহ্নিত করা হয়েছে প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। শুধু তাই নয়, চিৎপুর, বেলগাছিয়া, বেলেঘাটা, জোড়াসাঁকো, জোড়াবাগান, বড়বাজার, বালিগঞ্জ, যাদবপুর এলাকার একাধিক বুথ ও তাঁর সংলগ্ন এলাকাকে চিহ্নিত করা হয়েছে বলেও কলকাতা পুলিশের সূত্রকে কোট করে প্রথম সারির সংবাদমাধ্যমের প্রকাশিত খবরে দাবি করা হয়েছে। পাশাপাশি কলকাতার লেদার কমপ্লেক্স থানা ও সদ্য যুক্ত হওয়া ভাঙড় ডিভিশনের আটটি থানা এলাকায় কয়েছে বাকি স্পর্শকাতর এলাকাগুলি। ফলে ভোটের দিন এই সমস্ত এলাকাগুলিকে শান্তিপূর্ণ রাখাটাই বড় চ্যালেঞ্জ কমিশনের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *