বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:ব্যক্তিগত মতামত গণতন্ত্রে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু ধর্ম ও রাজনীতি মিলে গেলে তার প্রভাব যে খুব ভালো হয় না, তা স্বীকার করেন অনেকেই। সেই বিতর্ককে সরিয়ে রেখে বসিরহাটের তৃণমূল প্রার্থী হাজী শেখ নুরুল ইসলামের সমর্থনে মিছিল করলেন হিন্দু ব্রাহ্মণরা।

প্রধানত তৃণমূলের INTTUC র সভাপতি কৌশিক দত্তর উদ্যোগে হয় এই মিছিল। তিনি বলেন, এভাবেই সাম্প্রদায়িক সম্প্রীতির একটা নজির তৈরী করলাম আমরা। বৃহস্পতিবার একদম শেষলগ্নে বসিরহাটের কাছারি পাড়া, বর্মা কলোনী, ষষ্ঠী বটতলায় মিছিল করেন তারা। কৌশিক দত্ত বলেন, সনাতনী ব্রাহ্মণরা প্রথম থেকেই তৃণমূলের সঙ্গে আছেন। অন্যদিকে ব্রাহ্মণ ট্রাস্টের পুরোহিত দীনেশ চট্টোপাধ্যায় বলে, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নানা দিক থেকে আর্থিক সাহায্য করেছেন। কিন্তু বাম আমলে অমরা কোনো সাহায্য পাই নি। তাই আমরা মমতার পক্ষে।’ বিরোধীরা প্রশ্ন তুলেছেন, এভাবে সামান্য কিছু টাকা ছড়িয়ে কিছু ভোট পাওয়া যায়, কিন্তু বেশিরভাগ মানুষের শিরদাঁড়া সোজা। তাদের টাকা দিয়ে কেনা যাবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *