বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এতদিন বাঙালি সিপিএমের কাছে শুনে আসছে – মমতা-মোদী সেটিং হয়ে গেছে। তাই সারদা বা নরদা নিয়ে কেন্দ্রীয় সরকার কোনো পদক্ষেপ নিলো না। এমন কি পার্লামেন্ট কমিটি নীরব।

তাছাড়াও তাদের অভিযোগ, তৃণমূল এক সময় বিজেপির রাজনৈতিক সঙ্গী ছিল। আর বামেদের শেষ যুক্তি ২০০৭ সাল থেকে মমতা বাংলার সমস্ত সিপিএম বিরোধী রাজনৈতিক দলগুলোকে এক মঞ্চে আমন্ত্রণ করেছিলেন। কিন্তু গুলিয়ে গেলো অন্য জায়গায়।

প্রধানমন্ত্রী গত সভাগুলোতে বলে আসছেন, বাম ও তৃণমূল তলায় তলায় এক হয়ে বিজেপিকে হারাতে চাইছে। এবার মুখ্যমন্ত্রীর গলায় অন্য সেটিংয়ের সুর। বুধবার বিকেলে মেটিয়াবুরুজের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘‌আমি একটা তথ্য দিয়ে রাখছি। ক্রসচেক করে নিন। অনেক জায়গায় হয়েছে। দমদমে সিপিএম ঠিক করে নিয়েছে, তাদের এমপি ভোটটা বিজেপিকে দেবে। আর বিজেপি বিধানসভার উপনির্বাচনে সিপিএমকে ভোট দেবে। অভিষেক শুনে রাখো, অ্যাসেম্বলির ভোটটাও সিপিএম বিজেপিকে দেবে।’‌ এই নিয়ে এখন জোর আলোড়ন পড়ে গিয়েছে। মাঝখান থেকে গুলিয়ে যাচ্ছে বাঙালির মাথা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *