মঙ্গলবার প্রধানমন্ত্রী ও বুধবার মুখ্যমন্ত্রী – রোডশোর শেষে স্বমীজির জন্মভিটেতে স্বামীজির প্রতিকৃতিতে মালা দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। মূল প্রথযোগিতা ‘ভোট বাজার’। আরামবাগে এক রাজনৈতিক বক্তৃতায় মুখ্যমন্ত্রীর ভাষণে কিছু হিন্দু প্রতিষ্ঠানের প্রতি আঘাত করা হয়েছিল বলোই সন্ন্যাসীদের অভিযোগ । ক্ষুন্ন হয়েছিলেন সন্ন্যাসীরা। এবার মুখ্যমন্ত্রী কিছুটা প্রলেপ দিলেন সিমলা স্ট্রিটে গিয়ে।
মুখ্যমন্ত্রী বুধবার শ্যামবাজার পাঁচ মাথার মোড় থেকে রোড-শো করলেন সিমলা স্ট্রিটে স্বামী বিবেকানন্দের বাড়ি পর্যন্ত। স্বামীজীর মূর্তিতে মালা দিয়ে শ্রদ্ধা জানান তৃণমূলনেত্রী। স্বামীজির বাড়িতে মমতাকে সংবর্ধনা দেন রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসীরা। বলেন, ‘আপনিই আমাদের ভরসা। সংঘের অবস্থা ভালো নয়। স্বামীজির বাড়ির চারপাশে সৌন্দর্যায়ন ও মিউজিয়ামের জন্য যদি আর্থিক সাহায্য দেন, তাহলে ভালো হয়’। মুখ্যমন্ত্রী সাহায্যের আশ্বাস দেন। বলাই যায় মুখ্যমন্ত্রীর আঘাতে কিছুটা ওষুধ লাগানো হলো।