বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মঙ্গলবার যেই রাস্তায় প্রধানমন্ত্রী রোডশো করেছেন, হঠাৎ সেই রাস্তাতেই বুধবার রোডশো করে মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপিকে বার্তা দিলেন,’বিনা যুদ্ধে নাহি দিবো সুচগ্র মেদিনী।
শ্যামবাজার ফাইভ পয়েন্ট দুদিনই ছিল দুটি রাজনৈতিক দলের দখলে। বিড়ম্বনায় পড়েছেন সাধারণ মানুষ। কারণ বহু বাস ও গাড়ি বন্ধ করে দেওয়া হয়েছিল। সেই পদযাত্রার শেষে গাড়িতে বসেই মুখ্যমন্ত্রী ডেকে নেন উত্তরের প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়কে। পড়ে ডাকেন কুনাল ঘোষকে।
স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছে দলের সুপ্রিমো কি বার্তা দিলেন দুই নেতাকে? এই বিষয়ে কুনাল ঘোষ বলেন, ‘উত্তর কলকাতা লোকসভা কেন্দ্র আমাদের জেতা কেন্দ্র। আমাদের হাতে থাকা লোকসভা কেন্দ্র। এটা আরও একবার জিততে হবে। তারই কিছু পরামর্শ বা নির্দেশ তিনি দিয়েছেন।’ কলকাতা উত্তরের তৃণমূল প্রার্থী সুদীপ বন্দ্যোপাধ্যায়ের আবার বক্তব্য, তাঁকে জয়ের মার্জিন আরও বাড়ানোর পরামর্শ দিয়েছেন দলনেত্রী। সুদীপ বলেন, মুখ্যমন্ত্রী তাকে বলেছেন, ‘যত বেশি ভোটে পারেন, জিতে আসুন।’ প্রসঙ্গত ভোটের কয়েক মাস আগের থেকেই এই দুই নেতা একে অপরকে যথেষ্ট কাঁদা ছুড়ে ছিলেন। মমতা এবার সেই রোষ কমানোর চেষ্টা করলেন।