বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এবার আরো গভীর সংকটে মমতা ঘনিষ্ঠ প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্ৰিয় মল্লিক। একেই রেশন দুর্নীতিতে তিনি জেলবন্দি।

এবার শেখ শাজাহানের সঙ্গে যোগাযোগের খবর। ইতিমধ্যে খবরে প্রকাশ শেখ শাজাহানের বে আইনি সম্পত্তি প্রায় ২৫০ কোটি টাকা। সেখান থেকে মন্ত্রীর তহবিলে টাকা ঢুকেছে কিনা তা তদন্ত করে দেখছে ইডি। সোমবার জমি দখল মামলায় আদালতে চার্জশিট দিয়েছে কেন্দ্রীয় এজেন্সি ED। সেখানে জ্যোতিপ্রিয়র নাম রয়েছে বলে খবর। সূত্রের খবর, ইডি যে চার্জশিট দিয়েছে সেখানে উল্লেখ রয়েছে, শাহজাহানকে সন্দেশখালির ‘বেতাজ বাদশা’ তৈরির নেপথ্যে এই বালুই ছিলেন। বাম জমানা থেকে ধীরে ধীরে সন্দেশখালির বুকে শাহজাহানের প্রভাব বাড়তে শুরু করলেও ‘জ্যোতিপ্রিয়-যোগে’র পর রমরমা বৃদ্ধি পায়। যদি তাই হয়, তাহলে আরো গভীর সংকটে পড়তে চলেছেন মন্ত্রী মশাই।

প্রাক্তন খাদ্যমন্ত্রী সরাসরি জমি দখলের সঙ্গে যুক্ত না হলেও তিনি নাকি এই বিষয়ে শাহজাহানকে মদত দিয়েছিলেন বলে খবর। ED সূত্রে জানা যাচ্ছে, নানান সময়ে সন্দেশখালির ‘বাঘ’কে সমর্থন করেছেন জ্যোতিপ্রিয়। গোটা বিষয়ে তাঁর আর কী কী ভূমিকা আছে সেটাও খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। উল্লেখ্য, এর আগে ED সূত্রে জানা গিয়েছিল, জ্যোতিপ্রিয়র কয়েক হাজার কোটি টাকা পাচারের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান। তাঁর টাকা সন্দেশখালির এই বহিষ্কৃত তৃণমূল নেতা সরাসরি বাংলাদেশের নানান সংস্থায় বিনিয়োগ করতেন বলে অনুমান করেছিল কেন্দ্রীয় এজেন্সি। এছাড়া তদন্তকারী সংস্থার একটি সূত্র মারফৎ জানা যাচ্ছে, শাহজাহানের বিরুদ্ধে জ্যোতিপ্রিয়র টাকা ‘পার্ক অ্যান্ড লন্ডার’এর অভিযোগও রয়েছে। বিরোধীরা প্রশ্ন করছেন যে এতো ঘটনা ঘটে গেলো অথচ মুখ্যমন্ত্রী কিছুই জানেন না? এখন আমাদের শেষ দেখার জন্য অপেক্ষা করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *