বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্বাচনী সভা থেকে একটা হিসাব দিয়ে বলেছিলেন, ইতিমধ্যে যে ৩৩টি আসনে ভোট হয়ে গেছে তার মধ্যে তৃণমূলের ঝুড়িতে গেছে ২৩টি আসন। আর বাকি ৯টির মধ্যে ৯টিতেই জিতবে তৃণমূল। অভিষেকের হিসাব অনুযায়ী তৃণমূল পাবে ৩২ টি আসন।

বুধবার বিজেপি নেতা দিলীপ ঘোষ ফুৎকারে উড়িয়ে দিলেন সেই ভবিষ্যৎবাণী। তিনি বলেন,
‘যতটা আত্মবিশ্বাসের সঙ্গে বলেছেন, ততটাই আত্মবিশ্বাসের সঙ্গে হারবেন। গত ২০১৯ সালেও তাঁরা দাবি করেছিলেন বাংলায় ৪২টির মধ্যে সবকটিতেই তাঁরা জিতবেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রী হবেন। হয়ে গিয়েছে।’
দিলীপ ঘোষ আরও দাবি করেন, ‘৬ দফায় ২৩টি আসন তো দূর, আরও ১২টি আসন তৃণমূল কংগ্রেসের কমে যাবে।’ তিনি শেষে বলেন,এবছর তৃণমূল সর্বধিক ১০টির মতো আসন পেতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *