বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:একেই বলে রাজনৈতিক প্রতিযোগিতা। মঙ্গলবার উত্তর কোলকাতার বিজেপি প্রার্থী তাপস রায়ের সমর্থনে শ্যামবাজার ফাইভ পয়েন্ট থেকে বিবেকানন্দের বাড়ি পর্যন্ত রোডশো করেছিলেন প্রধানমন্ত্রী।
আর আজ বুধবার সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে ওই পথেই তার পাল্টা রোডশো করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই সেই প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। ইতিমধ্যে দলীয় কর্মীরা ফ্ল্যাগ ফেস্টুনে ভরে ফেলেছেন ওই পথ।
আজ মুখ্যমন্ত্রীর আরো অনুষ্ঠান আছে। এ দিন, তিনি ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রের প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে মেটিয়াবুরুজ বিধানসভায় সভা করবেন। এর পাশাপাশি নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরেও দক্ষিণ কলকাতা লোকসভা কেন্দ্রের প্রার্থী মালা রায়ের সমর্থনে সভা করার কথা রয়েছে তৃণমূল সুপ্রিমোর । গতকাল প্রধানমন্ত্রীর রোড-শো-তে ভিড় ছিল চোখে পড়ার মতো। প্রধানমন্ত্রীকে এক ঝলক ফ্রেমবন্দি করার আশায় কয়েক হাজার মোবাইল ছবি তুলেছে।। আর আজ হয়তো তেমনই ভিড় দেখবে উত্তর কোলকাতার মানুষ। আর মঙ্গলবারের মতো আজও শুধু হয়রান হবেন যাত্রীরা।