বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:আজ ফের সন্দেশখালিতে পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। গতকাল থেকে ফের সন্দেশখালির একাধিক জায়গা উত্তপ্ত হয়ে উঠেছে। তারপরেই সন্দেশখালিতে আজ পৌঁছে গেলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে পৌঁছেই তিনি বার্তা দিয়েছেন, কেউ আইন হাতে তুলে নিলেই গ্রেফতার করা হবে।
গত বুধবার সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। রীতিমতো অ্যাকশন মুডে রয়েছেন তিনি। সন্দেশখালিতে পৌঁছেই ক্ষুব্ধ গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন তিনি। তিনি তাঁদের আস্বস্ত করে বলেন অভিযোগ থাকলে পুলিশকে জানান পুলিশ পদক্ষেপ করবে আইন হাতে তুলে নেবেন না। আইনের শাসন প্রতিষ্ঠা করাই প্রধান লক্ষ্য বলে জানিয়েছেন ডিজি।
তিনি গ্রামবাসীদের অভিযোহ শোনার পর অধঃস্তন অফিসারদের নির্দেশ দিয়েছেন তাঁরা যেন সন্দেশখািলর বাসিন্দাদের অভিযোগ শুনে তারপরে যথাযত পদক্ষেপ করেন। তিনি বার্তা দিয়েছে তাঁর কথা যেন থাকে। পুলিশের কথার যেন মান থাকে বলে জানিয়েছেন তিনি। আইন ভাঙলেই গ্রেফতার করা হবে। আইনের সুশাসন বহাল করাই লক্ষ্য। ভুল হয়েছে বলেও স্বীকার করে নিয়েছেন। তবে তার জন্য কেউ আইন হাতে তুলে নেবেন না।
বুধবার হঠাৎ সন্দেশখালিতে পৌঁছে গিয়েছিলেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার। সেখানে রাত্রি যাপন করেছিলেন তিনি। সন্দেশখালিতে লঞ্চে সব দ্বীপের অবস্থান ঘুরে দেখেছেন তিনি। টোটোয় গ্রামে ঘুরে বাসিন্দাদের সঙ্গে কথা বলেছিলেন। পরের দিন সকালে সন্দেশখালি ছাড়ার আগে ডিজি বার্তা দিয়েছিলেন আইন যাঁরা ভেঙেছে তারা গ্রেফতার হবেই।
কিন্তু ডিজি সন্দেশখালি ছাড়ার পরেই ফের উত্তপ্ত হয়ে ওঠে একাধিক এলাকা। গতকাল জেলিয়াখালিতে স্থানীয় বািসন্দারা বিক্ষোভ দেখাতে থাকেন। পুলিশ গিয়ে তাঁদের আস্বস্ত করে। তার পরে আবার শুক্রবার সকাল থেকে উত্তপ্ত হয়ে উঠেছিল বেড়মজুর গ্রাম। তৃণমূল কংগ্রেস নেতা এবং শাহজাহান শেখ অজিত মাইতির বাড়িতে চড়াও হয়েছিলেন গ্রামবাসীরা। তাঁর বাড়ি ভাঙচুর করা হয়। তাঁকে মারধর করা হয়।
তারপরেই সেখানে পৌঁছে গিয়েছিলেন এডিজি সাউথবেঙ্গল। তিনি গ্রামবাসীদের সঙ্গে কথা বলে আস্বস্ত করেন। বলেন অভিযোগ েনওয়া হবে সকলকে। কিন্তু কেউ যেন আইন হাতে তুলে না নেন। তারপরেও অশান্তি থামতে চাইছিল না। এরই মধ্যে রাজ্য পুলিশের ডিিজ রাজীব কুমার পৌঁছে যান সন্দেশখালিতে। সেখানে পৌঁছনোর পরেই তিনি রীতিমতো হুঁশিয়ারির সুরে বলেছেন কারোর প্ররোচনায় অশান্তি ছড়াবেন না। আইন ভাঙলেই গ্রেফতার করা হবে। এমনকী সাংবাদিকদের সতর্ক করে তিনি বলেছেন, কোনও রকম ইওলো জার্নালিজম কেউ করবেন না। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন আমাদের ভুল ছিল মানছি। কিন্তু কেউ বাড়ি ভাঙলেই তার বাড়ি ভাঙা যায় না।
তিনি বলেছেন আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কোনও ভাবেই আইন হাতে নেওয়া বরদাস্ত করা হবে না। যে আইন ভাঙবে তাঁকে গ্রেফতার করা হবে। অন্যায় যাঁদের উপর হয়েছে তাঁদের সব ফিরিয়ে দেওয়া হবে। অধঃস্তন কর্মীদের সব অভিযোগ নিতে বলেছেন তিনি। সেই সঙ্গে তিনি বলেছেন কথার মান থেন থাকে। এদিকে তারপরেই সন্দেশখালিতে গ্রামবাসীদের সঙ্গে কথা বলতে দেখা গিয়েছে তাঁকে।