বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:লোকসভা ভোটের প্রচারের সূচনা করতে চলেছে বিজেপি। ১ মার্চ হুগলির আরামবাগে সভা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির আরামবাগ কেন্দ্রটিতে বিজেপি মাত্র ১২০০ ভোটে হেরেছিল বিজেপি। সেকারণে লোকসভা ভোটের প্রচারের শুরুটা এই আরামবাগ কেন্দ্র দিয়েই করতে চাইছে বিজেপি।

 

সন্দেশখালি কাণ্ডের পর শাসক বিরোধী উভয় শিবিরই পাখির চোখ করেছে সেই জায়গাকে। কিন্তু তার আগে লোকসভা ভোটের প্রচারে ময়দানে নেমে পড়েছে বিজেপি। এবং মোদীকে দিয়েই বঙ্গে লোকসভা ভোটের প্রচারের সূচনা করতে চলেছে বিজেপি। আগামী ১ মার্চ ফের রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী।

১ মার্চ আরামবাগে প্রধানমন্ত্রী মোদীর সভা দিয়ে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চাইছে বিজেপি। ২ মার্চ আবার কৃষ্ণনগরে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। প্রসঙ্গত উল্লেখ্য এই কৃষ্ণনগরেই লোকসভা প্রার্থী ছিলেন মহুয়া মৈত্র। এবার তাঁকে তৃণমূল কংগ্রেস টিকিট পাবে কিনা সন্দেহ। তবে বিজেপি আগে থেকেই প্রস্তুতি সেরে রাখতে চাইছে। সেকারণে দুই হাইভোল্টেজ কেন্দ্রের সভা দিয়েই রাজ্যে লোকসভা ভোটের প্রচার শুরু করতে চাইছে বিজেপি।

এরপরে বারাসতে সভা করবেন প্রধানমন্ত্রী মোদী। ৬ তারিখ হবে সভা। সেই সভায় সন্দেশখালির নির্যাতিতারা উপস্থিত থারবেন বলে জানা যাচ্ছে। সন্দেশখালির নির্যাতিতারা তাঁদের অভিযোগ লিখিত বা মৌখিবভাবে জানাবেন প্রধানমন্ত্রী মোদীকে। প্রসঙ্গত উল্লেখ্য ৩ মার্চ আবার সন্দেশখালিতে সভা করার কথা ঘোষণা করেছে তৃণমূল কংগ্রেস।রাজ্যে মোটের উপর মহিলা ভোটকে টার্গেট করেই ময়দানে নামছে বিজেপি। সেকারণে লোকসভা ভোটের প্রচারে বঙ্গের তিন জায়গাকেই প্রথমে টার্গেট করেছে বিজেপি। তার মধ্যে প্রথমেই রয়েছে হুগলির আরামবাগ। আরামবাগ কেন্দ্রটি গত বিধানসভা নির্বাচনে বিজেপি প্রায় জিতে গিয়েছিল। মাত্র ১২০০ ভোটের ব্যবধানে তৃণমূল কংগ্রেস জিতেছিল। সেকারণে আগেই আরামবাগ কেন্দ্রটি হাতে রাখতে চাইছে বিজেপি। তারপরেই টার্গেট করা হয়েছে কৃষ্ণনগরকে। কারণ কৃষ্ণনগর নিয়েই শাসক দল বেশ অসুবিধায় রয়েছে।

তারপরেই মূল ফোকাসে রয়েছে সন্দেশখালি। সেকারণে একেবারে সন্দেশখালির দোরগোড়ায় বারাসতে সভা করবেন তিনি। সেখানে উপস্থিত থাকবেন সন্দেশখালির নির্যাতিতা মহিলারা। তাঁরা প্রধানমন্ত্রীকে তাঁদের অভিযোগ করবেন। সন্দেশখালি নিয়ে কোমর কষেছে বিজেপি। মহিলা ভোটারদের কোনও ভাবেই হাতছাড়া করতে নারাজ বিজেপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *