বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:শনিবার আইএসএলের গুরুত্বপূর্ণ ম্যাচে ওডিশা এফসির মুখোমুখি হচ্ছে মোহনবাগান এসজি। লিগ শিল্ড জয়ের লক্ষ্যে থাকা সবুজ মেরুন ব্রিগেডের কাছে এই ম্যাচ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ওডিশার বিরুদ্ধে পুরো তিন পয়েন্ট তুলে নিতে পারলেই লিগের শীর্ষে পৌঁছে যাবে হাবাসের দল।
১৫ ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে ওডিশা। ১৪ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে ২ নম্বরে বাগান। ফলে এই ম্যাচ জিতেই শীর্ষস্থানে পৌঁছে যাবে মোহনবাগান এসজি। ওডিশা এবারের লিগে অন্যতম শক্তিশালী দল। ফলে জয়ের হ্যাটট্রিক করলেও মোহনবাগান এসজির কাছে লড়াইটা সহজ হবে না।
সবুজ মেরুন শিবিরে স্বস্তির খবর, দলের তারকা ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিল সম্পূর্ণ ফিট। দলের সঙ্গেই অনুশীলন করছেন। হাবাস বৃহস্পতিবারই জানিয়ে দিলেন, দলের প্রায় সবাইকেই পাবেন এই ম্যাচে। তবে হ্যামিলকে শুরু থেকেই নামাবেন নাকি পরে নামাবেন তা চূড়ান্ত নয়।
শুক্রবার সকালে যুবভারতীতে অনুশীলন করে দুপুরের বিমানে ভুবনেশ্বর রওনা হল সবুজ মেরুন ব্রিগেড।
মোহনবাগানের এক প্রাক্তনীই দলের জয়ের ক্ষেত্রে কাঁটা হতে পারেন। তাঁর নাম রয় কৃষ্ণা। ওডিশার স্ট্রাইকার দারুণ রয়েছেনও ছন্দে। চলতি আইএসএলে খনও পর্যন্ত ১১ গোল করে সর্বোচ্চ গোলদাতা। তবে রয়কে আটকাতে হাবাসের তাস হতে পারেন আনোয়ার আলি। নর্থইস্ট ম্যাচেই পরিবর্ত হিসাবে দলে নেমেছিলেন। তবে ওডিশা ম্যাচে তাঁকে প্রথম থেকেই ব্যবহার করতে পারেন হাবাস।
ওডিশার রক্ষণও অত্যন্ত শক্তিশালী। ফলে সেই রক্ষণ ভাঙতে হাবাস জোর দিচ্ছেন মাঝমাঠে। সাহাল-জনি কাউকোদের গতি ব্যবহার করে ওডিশার রক্ষণ ভাঙার পরামর্শ দিয়েছেন হাবাস। জনি কাউকো আসায় মাঝমাঠের শক্তি অনেকটাই বৃদ্ধি পেয়েছে।
জুয়ান ফেরান্দোর পর নতুন কোচ হাবাসের হাত ধরে ঘুৱে দাঁড়িয়েছে মোহনবাগান এসজি। প্রথমে ডার্বিতে ড্র, তারপর জয়ের হ্যাটট্রিক করে আইএসএলের পয়েন্ট টেবলে ২ নম্বরে উঠে এসেছে।
চলতি মরশুমের শুরু থেকেই হাড্ডাহাড্ডি লড়াই চলছে বঙ্গ এবং কলিঙ্গের দুই দলের মধ্যে। এএফসি কাপের দুই সাক্ষাতে ফলাফল ছিল ১-১। আইএসএলের প্রথম পর্বের ম্যাচে ২-২ গোলে ম্যাচ ড্র হয়েছিল। সেই ম্যাচ শেষে উত্তেজনাও ছড়ায় মাঠে। মাঠে কার্ডের বন্যা বয়ে যায়।
হাবাস আগেই উল্লেখ করেছেন লিগ শিল্ড বা নির্দিষ্ট কোনও লক্ষ্যের কথা বলে ফুটবলারদের উপর বাড়তি চাপ তিনি দিতে চান না। বরং তাঁর লক্ষ্য প্রতিটি ম্যাচ জেতা। তবে ওডিশার বিরুদ্ধে জিতলে যে শিল্ড জয়ের পথে অনেকটা এগিয়ে যাবে সবুজ মেরুন তা বলাই বাহূল্য।