বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: তিনি নিজে লাহোর পরিদর্শন করেছেন এবং পাকিস্তানের শক্তি পরীক্ষাও করেছেন। পারমানবিক বোমা থাকায় ভারতের উচিত পাকিস্তানকে সম্মান করা। সিনিয়র কংগ্রেস নেতা মণিশঙ্কর আয়ারের মন্তব্যের প্রেক্ষিতে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে এমনটাই বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
এব্যাপারে প্রধানমন্ত্রী ২০১৫ সালে তাঁর লাহোর সফরের কথা স্মরণ করেছেন। তিনি বলেছেন, সেই সময় অনেক সাংবাদিক তাঁকে বলেছিলেন, তিনি বিনা ভিসায় সেখানে গিয়েছেন। সেই সময় তিনি উত্তর দেন, এটি কোনও এক সময়ে তাঁর দেশ ছিল।
সাক্ষাৎকারে প্রধানমন্ত্রী ৩৭০ ধারা বাতিল নিয়ে যেমন বলেছেন, ঠিক তেমনই মুসলিম সংরক্ষণ নিয়েও বলেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, কীভাবে বিরোধীরা তাঁকে বিদেশনীতি নিয়ে এবং তাঁর সামর্থ্য নিয়ে প্রশ্ন করত। প্রধানমন্ত্রী এব্যাপারে কীভাবে বিশ্ব নেতাদের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক গড়ে তোলেন, সেব্যাপারেও বলেছেন।
অন্যদিকে, এদিন পঞ্জাবের পাতিয়ালায় এক জনসভায় ভাষণ দিতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, তিনি থাকলে পাকিস্তান থেকে কর্তারপুর সাহিব নিতেন এবং বাংলাদেশ যুদ্ধের সময় আম্তসমর্পণকারী প্রায় ৯০ হাজার পাকিস্তানি সেনাকে মুক্তি দিতেন। কংগ্রেসের বিরুদ্ধের তিনি কর্তারপুর সাহিব পাকিস্তানের কাছে ছেড়ে দেওয়ার অভিযোগও এদিন করেছেন তিনি। প্রধানমন্ত্রী বলেন, কংগ্রেস এমনভাবে দেশভাগ করেছিল যে, ৭০ বছর ধরে দূরবীনের সাহায্যে কর্তারপুর সাহিবকে দেখতে হতো। তবে তিনি যতটা পেরেছেন, কর্তারপুর সাহিব ভক্তদের দেখার জন্য করিডর করে দিয়েছেন।
পঞ্জাবে এবারের জন্য নিজের প্রথম নির্বাচনী সমাবেশে প্রধানমন্ত্রী বলেছেন, কৃষি থেকে শিল্প, দেশকে অনুকরণীয় নেতৃত্ব দিয়েছে পঞ্জাব। তবে রাজ্যে ক্ষমতাসীন আম আদমি পার্টির সমালোচনা করতে গিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, এই রাজ্য ক্রমশ মাদক ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। আর বর্তমান সরকারের ওপরে ঋণের বোঝা ক্রমশ বাড়ছে। তিনি বলেছেন, বিভিন্ন এলাকায় সরকারের কর্তৃত্ব নেই। বালি, মাদক মাফিয়া, গ্যাং স্টাররা এলাকা নিয়ন্ত্রণ করছে বলেও দাবি করেন তিনি।
প্রধানমন্ত্রী এদিন দিল্লিতে সমঝোতা করে লড়াই আর পঞ্জাবে একে অপরের বিরুদ্ধে লড়াই করা নিয়ে আপের পাশাপাশি কংগ্রেসও নিশানা করেন। পঞ্জাবে লোক দেখাতে তারা একে অপরের বিরুদ্ধে লড়াই করছে বলে মন্তব্য করেন তিনি।