বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:নির্বাচন কমিশন ভোটকেন্দ্র ভিত্তিক ভোটারদের ভোটদান সংক্রান্ত তথ্য প্রকাশ না করে রাজনৈতিক দলগুলির মধ্যে সন্দেহ তৈরি করেছে। এদিন এমনটাই মন্তব্য করলেন রাজ্যসভার সাংসদ তথা বিশিষ্ট আইনজীবী কপিল সিবাল। তাঁর মন্তব্য, এর পিছনে নিশ্চয় কিছু ব্যাপার রয়েছে। ওয়েবসাইটে তথ্য আপলোড করার সমস্যা কোথায়, সেই প্রশ্নও করেছেন তিনি।

কপিল সিবালের প্রশ্ন, ভোটদানের শেষে পোলিং এজেন্টকে ফর্ম ১৭সিতে সব বিবরণ দেওয়া হলেও ভোট কেন্দ্র অনুসারে ভোটদানের তথ্য দেওয়ার ক্ষেত্রে সমস্যা কোথায়? নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে বলেছে ভোট কেন্দ্র ভিত্তিক ভোটদানের তথ্য প্রকাশ করা এবং তা ওয়েবসাইটে তুলতে গেলে ইলেকশন মেশিনারিতে সমস্যা তৈরি করতে পারে।

কপিল সিবাল বলেছেন, নির্বাচন কমিশন সুপ্রিম কের্টে হলফনামা দাখিল করে বলেছে, ফর্ম ১৭ সি আপলোড করার কোনও আইনি আদেশ নেই। সিবাল বলেছেন, প্রিসাইডিং অফিসার ফর্ম ১৭ সিতে স্বাক্ষর করে দিনের শেষে পোলিং এজেন্টের হাতে তুলে দেন। সেখানেই এই বুথে কতজন ভোটার ভোট দিয়েছেন, সেই সংখ্যাটা লেখা থাকে। সেই তথ্য সরাসরি জাতীয় নির্বাচন কমিশনে পাঠানো হয়।

কপিল সিবালের প্রশ্ন নির্বাচন কমিশন কেন, গণনার সময় নির্বাচন কমিশন চূড়ান্ত গণনার ফল ওয়েবসাইটে দিলেও, কেন ভোটদান সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে রাখা হবে না? তিনি আরও বলেন, এর ফলে গণনা করা ভোটারের সংখ্যা ভোটদানকারীর সংখ্যা থেকে বেশি হতে পারে। তবে কেউ জানে না, এটা সঠিক কিনা! তিনি বলেছেন, ওয়েবসাইটে সেই তথ্য রাখলে সেটাকে পোলিং এজেন্টকে দেওয়া তথ্যের সঙ্গেও মিলিয়ে নেওয়ার উপায় থাকবে। কিন্তু নির্বাচন কমিশন সেই পথে পা না বাড়ানোয় সন্দেহ হয় এর পিছনে নিশ্চয়ই কোনও কারণ রয়েছে।

এক স্বেচ্ছাসেবী সংস্থার দায়ের করা আবেদনের প্রেক্ষিতে নির্বাচন কমিশন সুপ্রিম কোর্টে দেওয়া হলফনামায় জানিয়েছে, ভোট শেষ হওয়ার ৪৮ ঘন্টার মধ্যে তাদের ওয়েবসাইটে ভোট কেন্দ্রভিত্তিক তথ্য আপলোড করতে নির্বাচন কমিশনের থেকে নির্দেশিকা চেয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *