বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (PmModi) বক্তব্যে বারবার মহিলা ক্ষমতায়নের কথা উঠে এসেছে। মহিলারা এগোলেই দেশ এগোবে বলেও মন্তব্য করেছেন। ইতিমধ্যে মহিলা সংরক্ষণ বিল পাশ করেছে মোদী সরকার। নারী ক্ষমতায়নের ক্ষেত্রে একাধিক স্কিম নিয়ে এসেছে।
এমনকি তৃতীয়বারের জন্য দিল্লির ক্ষমতায় আসলে ‘লাখপতি দিদি’ থেকে শুরু করে ‘ড্রোন পাইলটে’র স্কিমের মাধ্যমে দেশের মহিলাদের আত্মনির্ভর করার টার্গেট নিয়েছে নরেন্দ্র মোদী সরকারের।
আর এই সংকল্পকে মাথায় রেখেই ‘নারী শক্তি সম্মান সম্মেলনে’ যোগ দিলেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী ডঃ অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। সোনারপুর দক্ষিণ বিধানসভা নির্বাচনী কার্যালয়ে বিশেষ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে “বিকশিত ভারত”- এর সংকল্পকে বাস্তবায়নের ক্ষেত্রে মাতৃ শক্তির ভূমিকা এবং তাঁদের অংশ গ্রহণ এই বিষয়ে বক্তব্য রাখেন যাদবপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।
শুধু তাই নয়, বিগত ১০ বছরে মাতৃ শক্তি ক্ষমতায়নের লক্ষ্যে কীভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অবিচল থেকেছেন সে বিষয়েও বক্তব্য রাখেন অনির্বাণ গঙ্গোপাধ্যায়। যা খুবই গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে। আগামী ১ জুন, যাদবপুর সহ বারাসত, দমদম, বসিরহাট, জয়নগর, মথুরাপুর, ডায়মন্ড হারবার, কলকাতা দক্ষিণ এবং কলকাতা উত্তর লোকসভা আসনে (Lok Sabha Election 2024) নির্বাচন রয়েছে। আর তার আগে লাগাতার প্রচারে ঝড় তুলছেন যাদবপুরের বিজেপি প্রার্থী (Candidate for Jadavpur Lok Sabha)।
এরই মাঝে আজ বৃহস্পতিবার বুদ্ধ পূর্ণিমার শুভ মুহূর্তে গড়িয়া বুদ্ধ বিহার (গড়িয়া বুদ্ধ সংস্কৃতি সংসদ) – এ যান অনির্বাণ গঙ্গোপাধ্যায় (Anirban Ganguly)। সেখানে দীর্ঘ সময় কাটান। পরে জানান, গভীর আধ্যাত্মিক অনুভূতি লাভ হলো। এই শুভ মুহূর্তে ভগবান বুদ্ধের কাছে সকলের মঙ্গল কামনা করে প্রার্থনা করলাম। এখানে এলে পরম মানসিক শান্তি অনুভূত হয়, তাই বারবার ছুটে আসি ভগবান বুদ্ধের শরণে।