বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ধেয়ে আসছে ঘূর্ণিঝড় রেমাল। ৯০ থেকে ১০০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আজ থেকেই উপকূলবর্তী জেলা গুলিতে সতর্কতা জারি করা হয়েছে। এদিকে রাজ্যের উপকূলবর্তী জেলাগুলিতে আগামীকাল ভোট। ঘূর্ণিঝড়ের ঝড় বৃষ্টি শুক্রবার রাত থেকেই শুরু হয়ে যাবে বলে পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস।

বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের উপকূলবর্তী কোনও একটি জায়গায় ল্যান্ডফল করতে চলেছে ঘূর্ণিঝড়টি এমনই পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। রবিবারেই ল্যান্ডফল করার কথা ঘূর্ণিঝড়ের। প্রাথমিক ভাবে জানানো হয়েছে সুন্দরবন এলাকাতেই আছড়ে পড়বে রেমাল। ল্যান্ডফলের সময় ১১০ থেকে ১২০ কিলোমিটার বেগে আছড়ে পড়বে ঘূর্ণিঝড়টি।

আগামীকাল রাজ্যের ৮ কেন্দ্রে ভোট। পূর্ব মেদিনীপুর জেলায় ভোট রয়েছে ষষ্ঠদফায়। তার আগে থেকেই ঘূর্ণঝড় রেমালের প্রভাব পড়তে শুরু করবে রাজ্যের উপকূলবর্তী জেলা গুলিতে। এমনই সতর্কতা জারি করা হয়েছে। ধীরে ধীরে সমুদ্রে শক্তি বাড়াচ্ছে রেমাল। ২৫ মে সকাল ৮টা নাগাদ সেটি ঘূর্ণিঝড়ের রূপ নেবে বলে জানিয়েছে আববাওয়া দফতর। কিন্ত তার আগে যে গভীর ঘূর্ণাবর্ত তৈরি হচ্ছে তার প্রভাব পড়তে শুরু করবে।

শুক্রবার থেকেই সমুদ্র উত্তাল হয়ে উঠবে বলে জানানো হয়েছে। গতকাল থেকেই মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। দিঘা উপকূলে সমুদ্রে টহল দিচ্ছে উপকূলরক্ষী বিহিনী। তবে ভোটের কারণে দিঘাতে পর্যটকের সংখ্যা অনেকটাই কম। সেকারণে ঝুঁকি খুব একটা বেশি নেই। তারপরেই উপকূলরক্ষী বাহিনী টহল দিচ্ছে সমুদ্রে।

ঘূর্ণিঝড় রেমালের দাপটে আগামীকাল থেকে রাজ্যের উপকূলবর্তী েজলা গুলিকতে বৃষ্টি শুরু হয়ে যাবে বলে সতর্ক করেছে আবহাওয়া দফতর। কলকাতা সহ পূর্ব মেদিনীপুর, দুই ২৪ পরগনা জেলায় ঝড়-বৃষ্টির দাপট বাড়বে বলে সতর্ক করেছে আবহাওয়া দফর। আগামীকাল পূর্ব মেদিনীরপুর জেলায় ভোট। ঝড়-বৃষ্টি ষষ্ঠ দফার ভোটে প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *