বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:প্রচণ্ডভাবে দাম বেড়েছে ইলিশের।তাই এবারে ইলিশ মাছ কেটে বিক্রি করছেন ইলিশ মাছ বিক্রেতারা। শিলিগুড়ির হায়দারপাড়া এবং বিধান মার্কেটে এক পিস ইলিশ মাছ বিক্রি হচ্ছে কুড়ি টাকায়।
মাছ বিক্রেতারা জানিয়েছেন প্রতি পিস ইলিশ বিক্রি হচ্ছে কুড়ি থেকে তিরিশ টাকার মধ্যে। বিক্রেথারা জানিয়েছেন কেউ দুই পিস আবার কেউ তিন পিস ইলিশ মাছ কিনে নিয়ে যাচ্ছেন। ক্রেতারা জানিয়েছেন এইভাবে কিনতে লজ্জা করে ঠিকই তবে ছেলে মেয়েদের মুখের দিকে তাকিয়ে এইটূকু করতেই হয়।এই বাজার আগুন বাজার এর মধ্যে ইলিশ মাছের দামের আগুন আরো বেশী। তাই যখন শুনতে পেলাম ইলিশ মাছ বিক্রি হচ্ছে পিস করে তখন রবিবার বলে নিয়েই গেলাম।আপাতত এইভাবেই খেতে হবে আমাদের। আমাদের সাধ আছে কিন্তুু সাধ্য নেই তাই খারাপ দেখতে লাগলেও কিছুই করবার নেই আমাদের। বিধান মার্কেটের এই কথা শোনবার পরে প্রচুর মানুষ আসছেন ইলিশ মাছ কিনতে। অনেকে আবার দশ পিস ও নিয়ে যাচ্ছেন। বিক্রেতারা জানিয়েছেন এইভাবে লাভও হচ্ছে এবং ভালই বিক্রি হচ্ছে। তাই আপাতত দাম কমা না পযর্ন্ত এইভাবেই চালাবো। কারন এতে সবাই ইলিশের স্বাদ পাবেন। আর আমাদের ও প্রচণ্ড ভালো লাগবে। জানালেন শিলিগুড়ির মাছ বিক্রেতারা।