বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:বাড়িতে রাতের খাবার খেয়ে শিলিগুড়িতে একই পরিবারের ছয়জন অসুস্থ হয়ে পড়লেন। শিলিগুড়ির ছত্রিশ নং ওয়ার্ডের বাসিন্দা মনোজ পাল এবং তার পরিবারের মানুষ রাতে শাক সবজি এবং মাছ খান।
খাবার পরে প্রত্যেকেই অসুস্থ বোধ করেন। একমাত্র মনোজ পাল বাদে প্রত্যেকেই ওষুধ খান। তবে সকাল হলেই প্রত্যেকে অসুস্থ বোধ করায় তাদের শিলিগুড়ি জেলা হাসপাতালে ভর্তি করা হয়। তাদের চিকিৎসা চলছে। ডাক্তার জানিয়েছেন কোনভাবে খাবার থেকে কোন জীবানু ছড়িয়ে গিয়েছিল। সবাই খাওয়া দাওয়া করে শুতে গেলে সেখানে সবাই অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে মনোজবাবু একটু বেশী পরিমানে অসুস্থ হয়ে যান। প্রত্যেকের চিকিৎসা চলছে। আপাতত সকলেই আশঙ্কামুক্ত আছেন বলে খবর পাওয়া গেছে।