বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:এই মুহূর্তে রাজ্য জুড়ে চাঞ্চল্য সৃষ্টি করা আডিনো ভাইরাস সংক্রমণের নিয়ে খুব বিশেষ চাপ নেই জলপাইগুড়ি মেডিকেলে, বুধবার এমন টাই জানিয়েছেন এম এস ভি পি ডা: কল্যাণ খা,

যদিও সাস্থ্য ভবনের নির্দেশে ইতিমধ্যে ও পি ডি এবং আই পি ডিতে রেসপিরেটরি সমস্যা সহ জ্বর, সর্দি কাশি, সমস্যা নিয়ে আসা শিশুদের জন্য পৃথক ব্যাবস্থা করা হয়েছে বলে জানালেন চিকিৎসক সুশোভন রায়।
জেলের বর্তমান অবস্থা প্রসঙ্গে মেডিকেল কলেজ ও হাসপাতালের সূপার তথা ভাইস প্রিঞ্চিপাল কল্যাণ খা, বলেন, অযথা আতংকিত হবার মতো কিছু নেই, মাত্র একজন শিশু বুধবার এস এন সি ইউ বিভাগে ভর্তি রয়েছে, যদি সংখ্যাটি বৃদ্ধি ও পায় সেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য সব দিক থেকেই প্রস্তুত আমরা।
অপরদিকে ক্যামেরায় উঠে আসছে ভিন্ন ছবি, শিশু বিভাগে একই বেডে দু জনকে রেখে চলছে চিকিৎসা, শিশু কোলে ওয়ার্ডেই ঘুরে বেড়াচ্ছে মা। পাশাপাশি জলপাইগুড়ি মেডিকেল কলেজ ও হাসপাালের ও পি ডিতে ভিড় করছেন শিশু কোলে মায়েরা।
যদিও নতুন ভাইরাস নিয়ে খুব একটা চিন্তিত নন, এমনটাই বললেন মাম্পি মালাকার।
সহ অনেকেই। তারা জানিয়েছেন ঠিকসময়ে সঠিকভাবে চিকিৎসা করাতে পারা গেলে কোন কিছুই ভয় পাবার নেই। শুধুমাত্র ঠিকভাবে নিয়ে আসতে হবে।আজকাল সব হাসপাতালেই সঠিকভাবে পরিসেবা দেবার যাবতীয় চিকিৎসার জিনিস আছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *