বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: এবার শুভেন্দু অধিকারীর গড় কাঁথিতে সিবিআই তৎপরতা। শাসক দলের দুই নেতার বাড়িতে সাত সকালে পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ভোট পরবর্তী হিংসা মামলায় দুই তৃণমূল কংগ্রেস নেতার বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা।
শাসক দলের দুই নেতা বিকাশ বেজ এবং নন্দ মাইতির বাড়িতে তল্লাশি চালাচ্ছেন তদন্তকারীরা। দুই নেতাই বাড়িতে নেই বলে জানা গিয়েছে। এই মামলায় ইকতিমধ্যেই ২১ জন তণমূল নেতাকে নোটিস পাঠিয়েছিল সিবিআই। পূর্ব মেদিনীপুরের আরও এক শাসক দলের নেতা দেবব্রত পণ্ডার বাড়িতে তল্লাশি চালাবে সিবিআই এমনই জানা যাচ্ছে।
লোকসভা ভোটের আগে পূর্ব মেদিনীপুরে এই সিবিআই তৎপরতা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। আগামী ২৬ মে পূর্ব মেদিনীপুর জেলায় ভোট। তার আগেই জেলার শাসক দলের নেতাদের বিরুদ্ধে সিবিআই তৎপরতা রাজনৈতিক প্রভাব ফেলেছে। এই নিয়ে জল্পনা শুরু হয়েছে।
গতকাল নন্দীগ্রামে সভা করতে গিয়ে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে তীব্র নিশানা করেছিলেন। তিনি অভিযোগ করেছিলেন বেইমানি করে তাঁকে নন্দীগ্রামে হারানো হয়েছিল। লোডশেডিং করিয়ে ভোট গণনায় কারচুপি করা হয়। এমনকী তিনি দাবি করেছিলেন যে তৃণমূল কংগ্রেস না থাকলে নন্দীগ্রামের আন্দোলন হতো না। এই বেইমানির বদলা িতনি নিয়ে ছাড়বেন বলে হুঙ্কার দিয়েছিলেন।
পঞ্চম দফায় ভোট মেদিনীপুরে। এবার এই আরও বাহিনী দিয়ে ভোট করানো হবে। কড়া নিরাপত্তা বলের মধ্যে বুথে ভোটদান হবে। শাসক দলের কারচুপি করার কোনও সুযোগ থাকবে না বলে হুঙ্কার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এবার তমলুক কেন্দ্র থেকে বিজেপি প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। কাঁথি কেন্দ্রে প্রার্থী হয়েছেন সৌমেন্দু অধিকারী।
পঞ্চায়েত ভোটের পরে গোটা রাজ্যে বিজেপি কর্মীদের উপরে হামলার ঘটনা ঘটেছিল। একাধিক বিজেপি কর্মী ঘরছাড়া হয়েছিল। তাঁদের প্রাণে মেরে ফেলে দেওয়ার হুমকি দিয়েছিলেন শাসক দলের নেতা কর্মীরা। ভোটপরবর্তী হিংসায় একাধিক বিজেপি কর্মী খুন হয়েছিলেন। সেই ঘটনার তদন্তের দায়িত্ব সিবিআইকে দিয়েছিল হাইকোর্ট। লোকসভা ভোটের আসে সেই মামলায় এবার তৎপরতা শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা।