বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: ফের প্রতিপক্ষ দেবকে নিয়ে বিস্ফোরক অভিযোগ ঘাটালের বিজেপি প্রার্থী হিরণের। এবার সোশ্যাল মিডিয়ায় একটি অডিও ক্লিপ শেয়ার করে হিরণ দাবি করেছেন নিয়োগ দুর্নীতিতে জড়িত দেব। টাকা নিয়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ করেছেন তিনি দেবের বিরুদ্ধে। যদিও এই অডিও ক্লিপের সত্যতা যাচাই করিনি আমরা।
নিজের সোশ্যাল মিডিয়ায় যে অডিও ক্লিপটি বিজেপি প্রার্থী হিরণ শেয়ার করেছেন তাতে একটি গলা তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবের বলে দাবি করেছেন তিনি। হিরণের দাবি দেবের যে নির্বাচনী সহযোগী তিনি ৯ লক্ষ টাকা নিয়েছেন ওই মহিলার কাছ থেকে। এবং তার বিনিময়ে তাঁকে চাকরি দিয়েছে। দেব ফোনে তরুণীকে বলছেন তিনি খোঁজ নেবেন কত টাকা নিয়েছে। অর্থাৎ দেব এই দুর্নীতির পুরোটাই জানতেন এবং তিনিও জড়িত ছিলেন বলে দাবি করেছেন হিরণ।
যদিও হিরণের এই সোশ্যাল মিডিয়ায় পোস্ট একেবারেই ভুয়ো বলে দাবি করেছেন দেব। তিনি দাবি করেছেন ভোটের প্রচারে যা ইচ্ছে তাঁই তাঁর বিরুদ্ধে অভিযোগ করে চলেছেন হিরণ। যদিও হিরণ দাবি করেছেন মহিলা ৯ লক্ষ টাকা দিয়েও চাকরি না পেয়ে দেবকে ফোন করেছিলেন। দেব পুরো বিষয়টাই জানেন এবং এই ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন বিজেপি প্রার্থী।