বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সন্দেশখালিতে অশান্তি আবহেই শাহজাহান শেখের ১৪ কোটি সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি। এর আগে তার ১২ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছিল।

এদিকে আজ থেকেই সন্দেশখালিতে বিশেষ ক্যাম্প খুলতে চলেছে সিবিআই। গ্রামবাসীদের অভিযোগ জানতেই এই ক্যাম্প খোলা হবে বলে জানা গিয়েছে।

গত এক মাস ধরে উত্তাল হয়ে রয়েছে সন্দেশখালি। একের পর অভিযোগ পাল্টা অভিযোগের ভিডিও ঘিরে রাজনৈতিক উত্তেজনা চরমে উঠেছে। গত পরশু শাসক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন এক মহিলা। তিনি অভিযোগ করেছেন রাতের অন্ধকারে তাঁকে খুন করার চেষ্টা করা হয়েছে। এমনকী তাঁর শ্লীলতাহানির চেষ্টাও করেন অভিযুক্ত এই নেতা।

এর আগে শাসক দলের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল। তাতে দেখা গিয়েছিল সন্দেশখালির বিজেপির মণ্ডল সভাপতি গঙ্গাধর কয়াল দাবি করছেন সন্দেশখালির ধর্ষণের অভিযোগ সাজানো। সেখানে কোনও ধর্ষণের ঘটনা ঘটেনি। পুরোটাই সাজানো। বিজেপি প্রার্থী রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে এই অভিযোগ করেছিলেন।এমনকী তার পরে আবার সন্দেশখালির দুই মহিলাও দাবি করে বসেন যে তাঁদের সাদা কাগজে সই করিয়ে মিথ্যে ধর্ষণের মামলা দায়ের করা হয়েছে।

গ্রামের মহিলারা গত ২ দিন ধরে লাঠি-ঝাঁটা হাতে রাত জাগছিলেন। তাঁদের অভিযোগ ছিল গ্রামে পুলিশ ঢুকে অত্যাতার চালাচ্ছে। গ্রামের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তাঁদের বিরুদ্ধে মিথ্যে কেস দেওয়া হচ্ছে। বেড়মজুর গ্রাম পুরুষ শূন্য হয়ে গিয়েছে। গতকাল বিজেপি প্রার্থী রেখা পাত্র সেখানে গিয়ে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেন এমনকী তিনি অভিযোগ করেছেন গ্রামের মহিলাদের উপর অত্যাচার করছে পুলিশ। তারপরেই পরিস্থিতি সামাল দিতে কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ করতে শুরু করে।

এই উত্তপ্ত পরিস্থিতিতে সিবিআই গ্রামে ক্যাম্প খোলার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকেই শুরু হচ্ছে সেই ক্যাম্প। তার সঙ্গে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন থাকবে সেখানে। সন্দেশকালির গ্রামের মানুষকে আর অবিযোগ জানাতে কলকাতায় আসতে হবে না সিবিআইয়ের ক্যাম্পেই তাঁরা অভিযোগ জানাতে পারবেন বলে জানিয়েছেন।এদিকে সন্দেশখালির বেতাজ বাদশা শাহজাহান শেখের ১৪ কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। জমি এবং টাকা মিলিয়ে মোট ১৪ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। শাহজাহান শেখের পাশাপাশি তার ভাই আলমগীরের বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করা হয়েছে। গ্রামের বাসিন্দারা অভিযোগ করেছিলেন জমিতে নোনা জল ঢুকিয়ে চাষের জমি দখল করে তাতে ভেড়ি তৈরি করতেন শাহজাহান শেখ।

যদিও সন্দেশখালির বাঘ বারবার দাবি করেছেন তিনি কারোর কোনও জমি দখল করেননি উল্টে জমি সংক্রান্ত বিবাদের সমাধান করেছেন। এবং যাঁর জমি তাঁকে ফিরিয়ে দিয়েছেন। কারোর এক ইঞ্চি জমি তিনি দখল করেননি। এদিকে গ্রামের বাসিন্দারা বিঘের পর বিঘে জমি দখলের অভিযোগ করেছেন শাহজাহান শেখ এবং তার দলবলের বিরুদ্ধে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *