বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: শুভেন্দুর জেলা বলে কথা! মমতার পরেই আজ বিপুল মানুষ নিয়ে রোডশো করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় ২০২২ সালের মে মাসে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ।

রানিচক সংহতি ময়দানে তৃণমূলের শ্রমিক সংগঠনের সমাবেশে প্রধান বক্তা ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। এরপর নন্দীগ্রামে ২০ কিমি দীর্ঘ পদযাত্রা করেছিলেন নবজোয়ার কর্মসূচিতে ৷ আবার গত এপ্রিল মাসেও অভিষেক বন্দ্যোপাধ্যায় হলদিয়ায় এসে সাংগঠনিক বৈঠক করেছিলেন। এবার এই তীব্র গরমে পথে হাঁটবেন তিনি। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ভিত্তিতে তমলুক লোকসভা নির্বাচনের অধীনে থাকা তমলুক বিধানসভা কেন্দ্র, পাঁশকুড়া পূর্ব, নন্দকুমার, মহিষাদলে জিতেছিল তৃণমূল কংগ্রেশ। আর এই তমলুক লোকসভা কেন্দ্রের অধীনে থাকা ময়না, হলদিয়া এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রগুলিতে জিতেছিল বিজেপি। এবার তমলুক লোকসভা কেন্দ্রের লড়াই বেশ জমজমাট।

একটুও রাস্তা ছাড়তে রাজি না তৃণমূল। ২০১৯ সালের নির্বাচনে এই আসন থেকে জিতেছিলেন দিব্যেন্দু। এই আসনটি ২০০৯ সাল থেকেই তৃণমূল তথা অধিকারী পরিবারের কাছে ছিল। বিজেপি এবার এখানে প্রার্থী করেছে প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে৷ আর তৃণমূল কংগ্রেসের প্রার্থী হলেন দেবাংশু ভট্টাচার্য। আজ জোড়া প্রচার কর্মসূচি তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর প্রথম কর্মসূচি হুগলি লোকসভা এলাকায়। সেখানে তৃণমূল প্রার্থী অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায়ের হয়ে প্রচার করবেন তিনি। তারপরেই গন্তব্য তমলুক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *