বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:সম্প্রতি পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে তল্লাশি চাকিয়ে কোটি কোটি কালো টাকা উদ্ধার করেছে ইডি। স্বাভাবিক কারণেই প্রশ্ন উঠেছিল এতো টাকা কিভাবে ব্যবহার করা হবে? বিগত কয়েক বছরে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট প্রচুর তল্লাশি অভিযান চালিয়ে বিপুল পরিমাণ টাকা উদ্ধার করেছে।

কিন্তু এই উদ্ধার হওয়া টাকা যায় কোথায়? এই প্রশ্ন অনেকেরই মনে। এবার ইডির বাজেয়াপ্ত করা টাকা নিয়ে বড় কথা বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি জানালেন, দুর্নীতি মামলায় ইডির উদ্ধার করা টাকা দেশের গরিব মানুষদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কি না, তা ভাবছে সরকার। এর আগে বাংলায় নির্বাচনী প্রচারে এসেও তিনি সেই ইঙ্গিত দিয়েছিলেন।

এক বেসরকারি চ্যানেলকে সাক্ষাৎকার দিতে গিয়ে তিনি বলেন, তিনি ইতিমধ্যেই আইনি বিশেষজ্ঞদের সঙ্গে কথাবার্তা-আলোচনাও করছেন এই কাজ সম্ভব করার জন্য। তিনি বলেন, “ইডির উদ্ধার করা টাকা গরিবদের মধ্যে বিলিয়ে দেওয়া যায় কি না, তা ভাবনাচিন্তা করছে সরকার। আমি এটা নিয়ে ভাবছি কারণ অন্তর থেকে আমার মনে হয় যে এরা (দুর্নীতিগ্রস্ত) গরিব মানুষের টাকা লুঠ করেছে ক্ষমতার অপব্যবহার করে। গরিব মানুষদেরই এই টাকা ফেরত পাওয়া উচিত।” প্রয়োজনে এর জন্য তিনি আইনের পরিবর্তন আনতেও প্রস্তুত। প্রধানমন্ত্রী মোদী জানান, এখনও পর্যন্ত কেন্দ্রীয় সংস্থা ১.২৫ লক্ষ কোটি টাকা উদ্ধার করেছে। এর মধ্যে পশ্চিমবঙ্গের শিক্ষা দুর্নীতি থেকে বিহারের জমির বিনিময়ে চাকরির মতো দুর্নীতির টাকা রয়েছে। প্রধানমন্ত্রী বলেন, “আমি বিভিন্ন ধরনের দুর্নীতি নিয়ে কথা বলেছি। এক ধরনের দুর্নীতি হয় বড় কোম্পানি বা ব্যবসায়, যেখানে আর্থিক লেনদেন লুকানো হয়। কিন্তু অধিকাংশ মামলাতেই সহজ, সরল সাধারণ মানুষকে ঠকিয়েই এই টাকার দুর্নীতি হয়, যেমন বাংলায় শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *