বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:গত কয়েকদিন ধরে দক্ষিনবঙ্গের মতন উত্তরেও গরম পড়ছে প্রচণ্ড। সকাল থেকেই গরম পড়ছে আর নাজেহাল হচ্ছেন শহরের মানুষ। সকাল থেকে গরমের কবলে পড়েছেন শিলিগুড়ি শহরের মানুষ।
কড়া রোদে নাজেহাল হচ্ছেন সবাই। সকাল থেকেই তাপমাত্রা বাড়তে বাড়তে আটত্রিশ ডিগ্রীর কাছাকাছি চলে গেছে। প্রচণ্ড গরমে নাজেহাল শহরের মানুষ। রাস্তা ঘাট দোকান পাট সব এলাকা ফাকা হয়ে সকাল থেকেই। গরমে বাইরে যেতে পারছেন না শহরের মানুষ। গরমে নাজেহাল গোটা এলাকার মানুষ। গরম থেকে বাচতে মানুষ খাচ্ছেন ডাবের জল এবং তালের জুস। গরম আছে জলপাইগুড়ি এবং রায়গঞ্জেও। শিলিগুড়িতে মানুষ গরমের কারনে নাজেহাল আজ সকাল থেকেই। চড়া রোদে মানুষ যাতায়াত করতে পারছেন না আজ সকাল থেকেই। রোদের কারনে রোগীর সংখ্যা বাড়ছে শিলিগুড়িতে। শিলিগুড়ির মানুষ গরমের কারনে বাড়তি ঝুকি নিচ্ছেন না। বাড়িতে গিয়ে থাকতে পছন্দ করছেন সকাল থেকেই ।রোদের কারনে মানুষ নাজেহাল হচ্ছেন সকাল থেকেই। গরম বাড়তে পারে আরো বলে খবর পাওয়া গেছে আবহাওয়া দপ্তরের কাছ থেকে পাওয়া খবরে। গরমের কারনে রোগ বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শিলিগুড়িতে গরম পড়ায় বাড়তে পারে রোগের প্রকোপ। গরমের কারনে একেবারেই কমে গেছে মাছ এবং মাংশের বিক্রি।