বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সন্দেশখালি এখনও ভয়মুক্ত হতে পারেনি। এখনও শাহাজাহান শেখের ছায়া রয়েছে সন্দেশখালিতে।

এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। তিনি বেড়মজুর গ্রামে গিয়ে মহিলাদের সঙ্গে দেখা করেন। রেখা পাত্র অভিযোগ করেছেন শাহজাহান শেখের অনুগামীরা অত্যাচার চালিয়ে যাচ্ছে সন্দেশখালিতে।

আর পুলিশের মদতেই এই সব কাজ করার সাহজ পাচ্ছে শাহাজাহেনর আত্মীয়রা এমনই দাবি করেছেন রেখা পাত্র। প্রসঙ্গত উল্লেখ্য গত ২ দিন ধরে বেড় মুজুর গ্রামে লাঠি-ঝাঁটা নিয়ে পাহারা দিচ্ছেন। রেখা পাত্র অভিযোগ করেছেন গ্রামের মহিলাদের নিয়ে মিথ্যে ভিডিও ৈতরি করা হয়েছে। গ্রামের মহিলারা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে অভিযোগ করেছেন রেখা পাত্র।

গত কয়েকদিন ধরে নতুন করকে উত্তেজনা তৈরি হয়েছে সন্দেশখালির বেড়মজুর সহ একাধিক গ্রামে। বিজেপি কর্মী সমর্থকদের গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে। রাতের অন্ধকারে পুলিশ গ্রামে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। তারপরে তাদের বিরুদ্ধে মিথ্যে কেস দিয়ে আটকে রাখছে বলে অভিযোগ করেছেন তাঁরা। গোটা গ্রাম কার্যত পুরুষ শূন্য হয়ে গিয়েছে।

পুলিশের মদতে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা গ্রামে ঢুকে মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। আস বেড়মজুর গ্রামে গিয়েছিলেন তিনি। সেখানে গিয়েই বিস্ফোরক অভিযোগ করেছেন রেখা। তিনি অভিযোগ করেছেন শাহজাহান শেখের আত্মীয়রা এখনও গ্রামের মহিলাদের উপরে অত্যাচার চালাচ্ছে। তাঁদের ভয় দেখাচ্ছে। প্রাণে মেরে ফেলার হুমকি দিচ্ছে। এমনকী গ্রামের মহিলাদের ভয় দেখানো হচ্ছে খুন করে ফেলার।
প্রসঙ্গত উল্লেখ্য কয়েকদিন আগেই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি ভিডিও প্রকাশ করা হয়েছিল তাতে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে বলতে শোনা গিয়েছিল যে সন্দেশখালির ধর্ষণের কোনও ঘটনাই ঘটেনি। রেখা পাত্র ২০০০ টাকার বিনিময়ে থানায় গিয়ে মিথ্যে অভিযোগ দায়ের করেছেন। যদিও এই ভিডিও মিথ্যে বলে দাবি করেছিলেন সেই বিজেপি নেতা গঙ্গাধর কয়াল। সিবিআইয়ে অভিযোগ জানিয়েছেন তিনি যে তাঁর গলা নকল করে এই ভিডিও তৈরি করা হয়েছে। তারপরে হাইকোর্টেও মামলা দায়ের করেছেন গঙ্গাধর কয়াল।

এদিকে আবার সন্দেশখালির দুই মহিলাও প্রকাশ্যে দাবি করেছিলেন তাঁদের সাদা কাগজে সই করিয়ে নিয়ে গিয়ে
মিথ্যে ধর্ষণের অভিযোগ দায়ের করা হয়েছিল। বিজেপি নেত্রী মাম্পি পালের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন তাঁরা। তারপরেই গতকাল মাম্পি পাল বসিরহাট থানায় গিয়ে আত্মসমর্পণ করেন। বুধবার তিনি হাইকোর্টে মামলা দায়ের করেছেন। রেখা পাত্রও গ্রেফতারি এড়াতে আগে থেকে জামিনের আর্জি জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *