বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক:কার্যত পুরুষ শূন্য গ্রাম। পুলিশের ধরপাড়কে গ্রামে ফিরতে পারছেন না পুরুষরা। অনেককে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে তাঁদের। এমনই অভিযোগে আবার রাস্তায় নেমেছেন সন্দেশখালির মহিলারা। পুলিশ যাতে গ্রামে ঢুকতে না পারে তার জন্য ঝাঁটা-লাঠি হাতে রাতে পাহারায় বসছেন মহিলারা।
এই ভীত সন্ত্রস্ত সন্দেশখালিতে এবার টহল দেওয়া শুরু করল কেন্দ্রীয় বাহিনী। সন্দেশখালিতে ভোটের এখনও অনেকদিন বাকি। তার আগেই শুরু হয়ে গিয়েছে কেন্দ্রীয় বাহিনীর রুটমার্চ। বিশেষ করে পরিস্থিতি শান্ত রাখতেই এই রুটমার্চ বলে মনে করা হচ্ছে। বাহিনীকে দেখেই পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন গ্রামবাসীরা।
গত ২ রাতে গ্রামের মহিলারা লাঠি-ঝাঁটা হাতে পাহারা দিয়েছেন। তাঁরা অভিযোগ করেছেন রাতের অন্ধকারে পুলিশ গ্রামে ঢুকে অত্যাচার করছে, ভয় দেখাচ্ছে। গ্রামের ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে বলে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা। বেড়মজুর গ্রামে ক্ষোভে ফুঁসছেন মহিলারা।
গ্রামের পঞ্চায়েত প্রধান মাথা কেটে নেওয়ার হুমকি দিয়েছেন বলে অভিযোগ করেছেন এক বিজেপি নেতা। এমনকী চার জুনের পরে তাঁদের দেখে নেওয়া হবে বলেও নাকি হুঁশিয়ারি দিয়েছেন ওই তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত প্রধান। আজ বেলা গড়াতেই সন্দেশখালিতে টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। ভীত সন্ত্রস্ত গ্রামবাসীরা এতে কিছুটা হলেও নিরাপত্তা অনুভব করবেন বলে মনে করা হচ্ছে।
রীতিমতো আতঙ্কে দিন কাটাচ্ছেন সন্দেশখালির বাসিন্দারা। বেড় মজুর গ্রাম পুরুষ শূন্য হয়ে পড়েছে। গ্রামের মহিলারা পুলিশের আতঙ্কে দিন কাটাচ্ছেন। তাঁরা রাতের বেলা গ্রামে ঢুকে ছেলেদের তুলে নিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন মহিলারা। তৃণমূল কংগ্রেসের নেতাদের মদতেই এই ঘটনা ঘটাচ্ছে পুলিশ এমনই অভিযোগ করেছেন সন্দেশখালির বাসিন্দারা। পরিস্থিতি শান্ত করতে আজ থেকেই রুট মার্চ শুরু করে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী।
কেন্দ্রীয় বাহিনীকে সামনে পেয়েই তাঁদের অভিযোগ উগরে দিয়েছেন বিজেপি নেতারা। গ্রামের মানুষ আতঙ্কে ঘরে ফিরতে পারছেন না বলে অভিযোগ করেছেন তাঁরা। গত কয়েক মাস ধরেই উত্তপ্ত হয়ে রয়েছে সন্দেশখালি। বিজেপি প্রার্থী রেখা পাত্রকে গিরে একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে। বিজেপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে শাহাজাহান শেখ গ্রেফতার হলেও সন্দেশখালিতে ভয় দেখিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস কর্মীরা। ইতিমধ্যেই আদালতের দ্বারস্থ হয়েছেন বিজেপি প্রার্থী রেখা পাত্র।