বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: সাত সকালে প্রাতর্ভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে দিলীপ ঘোষ। প্রত্যেকটি বল ব্যাটে খেললেন। আবার উইকেটের পেছনে দাঁড়িয়ে থাকা উইকেট কিপার এর হাতে ধরা পড়লেন। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেস একেবারেই নেই চোখে মুখে।

 

আর জয়ের ব্যাপারেও তিনি আত্মবিশ্বাসী। ঠিক যেমনটা ছিলেন গত ১৩ মে। প্রতিপক্ষ কীর্তি আজাদের সঙ্গে কোলাকুলির পরে জায়গায় জায়গায় তাঁর গাড়িতে হামলা হয়েছে। গাড়ি ভাঙচুর হয়েছে। তারপরেও তিনি চ্যালেঞ্জ জানিয়ে বলেছেন, জিতবেন।

নিউটাউনে প্রাতর্ভ্রমণে ব্যাট হাতে নামার পরে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। কটাক্ষ করে তিনি বলেন, শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে আপনার ভোট তত কমছে। তিনি বলেন, তৃণমূল তো দূর, ইন্ডিয়া ব্লক সারা দেশে দেড়শো আসন ছুঁতে পারবে না।

মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য সম্পর্কে প্রতিক্রিয়া জানাতে গিয়ে দিলীপ ঘোষ বলেছেন, উনি আগেও বোকা বানানোর চেষ্টা করে হেরেছেন। আর এবার তৃণমূলের আসন আরও এক ডজন কমবে, তাতে তৃণমূল শুয়ে পড়বে। ওদের পার্টি অৎফিস খোলার মতো লোক থাকবে না।

মঙ্গলবার হুগলিতে প্রচারে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, মোদী সরকারের পতন নিশ্চিত। তিনি দাবি করেছিলেন, ১৭৫ থেকে ২০০ আসন পাবে বিজেপি। ইণ্ডিয়া ব্লক ৩০০-র বেশি আসন পেয়ে কেন্দ্রে সরকার গঠন করবে। মানুষ মোদীর ৪২০ সরকারকে নির্বাসনে পাঠাবে বলেও দাবি করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গত ১৩ মে দেখা গিয়েছে দিলীপ ঘোষ যেখানেই গিয়েছেন, সেখানেই গাড়ি ঘেরাও, গাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে তৃণমূলের বিরুদ্ধে। একটা সময় ধস্তাধস্তিতেও জড়িয়ে পড়তে দেখা যায় দিলীপ ঘোষকে। এব্যাপারে দিলীপ ঘোষ এদিন বলেন, দিলীপ ঘোষ নিজের জোরে জেতে। আর বাকিরা পার্টির জোরে। এদিন তিনি আরও বলেছেন, অনেকেই লড়াই করছেন না। এদিন দিলীপ ঘোষের মন্তব্য দলেরই অন্যদের বিরুদ্ধে, এমনটাই স্পষ্ট হয়ে উঠেছে।

নিউটাউনের ইকো পার্কে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল ভেবেছিল বর্ধমান-দুর্গাপুর এমনিতেই জিতে যাবে। কিন্তু তা হয়নি। তৃণমূলের গুণ্ডাদের তিনি রুখে দিয়েছেন বলেও দাবি করেন দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুরের বিজেপি প্রার্থী আরও বলেন, সেখানে চুপচাপ থেকে গেলে কিছুই হত না। আর তিনি যে চুপ থাকার পাত্র নন, তা সবাই জানেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *