বেঙ্গল ওয়াচ নিউজ ডেস্ক: প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে এফআইআর হয়েছে। সেই এফআইআর খারিজের জন্য কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি। আজ সেই মামলার শুনানির সম্ভাবনা ছিল। কিন্তু সকালেই পট পরিবর্তন হল।

অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মামলার আবেদন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে জমা পড়েছিল। বিচারপতি মামলা করার নির্দেশ দিয়েছিলেন। আজ মঙ্গলবার এই মামলার শুনানির সম্ভাবনাও ছিল। কিন্তু এখন আর মামলা শুনবেন না বিচারপতি জয় সেনগুপ্ত।

প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিজেপিতে যোগ দিয়েছেন। তিনি এখন তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী৷ তাঁর দায়ের করা মামলা থেকে সরে দাঁড়ালেন বিচারপতি জয় সেনগুপ্ত। সম্পূর্ণ ব্যক্তিগত কারণে এই মামলা তিনি শুনবেন না। এই কথা আজ জানা গিয়েছে। ব্যক্তিগত কারণ দেখিয়ে মামলা ছাড়লেন বিচারপতি।

তাহলে মামলার কী হবে? তমলুক থানায় দায়ের হওয়া এফআইআর চ্যালেঞ্জ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। জানা গিয়েছে, মামলা এবার ফেরত যাবে প্রধান বিচারপতির কাছে।
নতুন এজলাস ঠিক করবেন প্রধান বিচারপতি।

মনোনয়নপত্র জমা দিতে গিয়েছিলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ চাকরি বাতিল হওয়া শিক্ষক – শিক্ষিকা, শিক্ষাকর্মীদের অবস্থান বিক্ষোভ চলছিল। বিজেপির মিছিল সেখান দিয়ে যাওয়ার সময় উত্তেজনা ছড়ায়। দুই পক্ষের মধ্যে বিস্তর গোলমাল হয়েছিল। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তমলুক থানায় কয়েক জন বিজেপি কর্মী – সমর্থকদের নামে এফআইআর হয়৷ দেখা যায় অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও একইভাবে অভিযোগ দায়ের হয়। বিষয়টিকে তেমন গুরুত্ব দিচ্ছিলেন না তিনি। অতি সম্প্রতি দেখা যায় তিনি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *